বিয়ের ৩ দিন আগে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
Thumbnail image

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়ায় শাহীনুর আলম  (২৮) নামের এক যুবকের আগামী শুক্রবার বিয়ের দিন ঠিক করা ছিল। কিন্তু এর তিন দিন আগেই তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নিজের ঘর থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

আজ বুধবার দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।

পুলিশ ও স্বজনেরা জানান, শাহীনুর জেলার সদর উপজেলার আখানগর ইউনিয়নের বলিতা গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তিনি রাজধানী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সম্প্রতি বিয়ের জন্য গ্রামের বাসায় আসেন। কয়েক দিন আগে একই ইউনিয়নে শাহীনুরের পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়। পরে উভয় পরিবারের সম্মতিতে আগামী শুক্রবার বিয়ের দিন ঠিক করা হয়।

এদিকে অজানা কারণে গতকাল সন্ধ্যার দিকে স্বজনেরা দড়ি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। পরে পুলিশ ঘরে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শাহীনুরের বাবা শরিফুল ইসলাম বলেন, ‘আগামী শুক্রবার শাহীনুরের বিয়ে ঠিক করা হয়েছিল। কনেকে সে নিজেই পছন্দ করে। গতকাল আমার বড় মেয়ের বাড়ি থেকে এসে গলায় ফাঁস দেয় সে।’

ওসি সোহেল রানা বলেন, ‘শাহীনুর আলম পারিবারিক কলহের জেরে হয়তো অভিমানে আত্মহত্যা করেছেন। এ বিষয়ে আজ থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত