গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় আদালতের জারি করা ১৪৪ ধারা ভেঙে আওয়ামী লীগ নেতা-কর্মীকে ব্যবহার করে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে ঊর্ধ্বতন এক কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। ২২ বছর ধরে ভোগ করে আসা জমির মাঝখানে প্রাচীর নির্মাণের চেষ্টার পরিপ্রেক্ষিতে আদালত গত ১০ জুন ১৪৪ ধারা জারি করেছিলেন। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত শুক্রবার থেকে ওই জমিতে প্রাচীর নির্মাণ করে যাচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক পর্যায়ে ধান, গম ও পাটবীজ উৎপাদন ও বিতরণ প্রকল্পের উপপরিচালক।
গতকাল মঙ্গলবার বিকেলে সরেজমিন জেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর গ্রামে গিয়ে দেখা যায়, বিরোধপূর্ণ জমিতে ২২ বছরের পুরোনো সীমানা প্রাচীর ভেঙে ফেলে গড়ে তোলা হয়েছে নতুন দেয়াল। তা মজবুত করতে ছিটানো হচ্ছে পানি। পাশেই রয়েছে আরও নির্মাণসামগ্রী। শিগগিরই আরও অবকাঠামো নির্মাণের প্রস্তুতি চলছে।
প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, যে জমি নিয়ে বিরোধ সেটি ২০০২ সালে ওহিদুল ইসলাম কেনেন কৃষি কর্মকর্তা রেজার মামা মোফাজ্জেল হোসেনের কাছ থেকে। তখন থেকে চারপাশে সীমানা প্রাচীর দিয়ে ওহিদুল ইসলাম তা ভোগদখল করে আসছেন। সেখানে শতাধিক মেহগনি, সেগুন, কাঁঠালগাছের বাগান করেছেন তিনি। ২২ বছর পর গত মার্চ মাসে বাগানের ভেতর প্রাচীর নির্মাণ করা শুরু করেন রেজাউল করিম রেজা।
রেজাউল করিমের মামি মোছা. নার্গিস বেগম বলেন, ‘রেজাউল আওয়ামী লীগের লোকজন এনে আগেও বেশ কয়েকবার জায়গাটি দখল করার চেষ্টা করেছেন। শুধু তা–ই না, আমারও পাঁচ শতাংশ জায়গা দখল করে রেখেছে রেজাউল। এ নিয়ে গত ৬ জুন গাইবান্ধা সদর থানায় অভিযোগ জানানো হয়েছে।’
তালুক রিফাইতপুরের বাসিন্দা মিজানুর রহমান ফিটু বলেন, জমির মালিক ওহিদুল ইসলাম ঢাকার বাসিন্দা। তিন দশকের বেশি সময় ধরে বহুজাতিক কোম্পানিতে কর্মরত। কাজের ব্যস্ততা থাকায় গাইবান্ধায় তাঁর যাতায়াত নেই তেমন। এত দিন তাঁর শ্বশুরবাড়ির লোকজন এলাকায় থাকলেও গত জানুয়ারিতে শ্বশুরের মৃত্যুর পর সেখানে আর কেউ থাকেন না। এই সুযোগে রেজাউল করিম প্রতিবেশীর সম্পদ হাতিয়ে নিচ্ছেন।
ভুক্তভোগী ওহিদুল ইসলাম বলেন, ‘২২ বছর আগে জমিটা কিনেছিলাম রেজারই মামার কাছ থেকে। এখন এর মূল্য কয়েক গুণ বেড়েছে। রেজা অর্ধেক দামে জমিটা কিনতে চেয়েছিল। কিন্তু আমি বিক্রি করতে রাজি হইনি। এ জন্য তিনি আমাকে হুমকিও দিয়েছেন। প্রায়ই নিজেকে আওয়ামী লীগ সরকারের আমলা পরিচয় দিয়ে অর্থ ও শক্তির বড়াই করেন। গত জুনে তাঁর ভাইয়ের শালা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইউসুফ জোয়ার্দার ছাত্রলীগের ক্যাডারদের নিয়ে এসে আমার সীমানা প্রাচীর ভেঙে নতুন করে দেয়াল তোলার চেষ্টা করে। আমি খেটে খাওয়া মানুষ। এসব জুলুমের ভেতর দিয়ে যাচ্ছি।’
ওহিদুল ইসলাম আরও বলেন, তাঁর জমি দখলের পর আইনের আশ্রয় নিতে গেলে সেখানেও বাধা আসে। রেজার সরকারি পদের প্রভাবের কারণে সঠিক বিচার পেতে বেগ পেতে হচ্ছে। তাঁর মামলার তদন্তকারী কর্মকর্তাকে পর্যন্ত রেজা প্রভাবিত করে বদলি করিয়ে ফেলেন।
ওহিদুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট আবু শাহীন প্রধান বলেন, ১৪৪ ধারা ভঙ্গের বিপরীতে গত ১৫ জুলাই দণ্ডবিধি ১৮৮ নথিভুক্ত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত। কিন্তু অজানা কারণে তদন্তের নির্দেশ দীর্ঘদিন আটকে ছিল। এই সুযোগে অভিযুক্ত রেজা জমিতে বাধাহীনভাবে অবকাঠামো নির্মাণ করে চলে। এটি সুস্পষ্ট আইনের লঙ্ঘন।
আবু শাহীন আরও বলেন, রেজাউল করিমের ভাই শাহীনের শালা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও হুইপ মাহবুব আরা গিনির ব্যক্তিগত সহকারী মো. ইউসুফ জোয়ার্দার (বর্তমানে পলাতক) এবং জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জেলা জজকোর্টের এপিপি নুরুল আমিন এখনো প্রভাব খাটিয়ে বিচার বিঘ্নিত করার চেষ্টা করছেন।
কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘ওহিদুল ইসলাম যে জমি নিজের বলে দাবি করছে, সেই জমিটি আমার। আমার মামা মোফাজ্জেল হোসেনের কাছ থেকে জমি কিনে উনি ঠকছেন। আমি সরকারি চাকরি করি। এই সুবাদে আমাকে হেনস্তা করার জন্য উনি আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করে যাচ্ছেন।’
এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, গত ২০ এপ্রিল গাইবান্ধা সদর থানায় নালিশি নিষ্পত্তি করতে সব পক্ষকে নিয়ে বসেছিলেন। সেখানে রেজাউল করিম সরাসরি প্রভাব বিস্তারের চেষ্টা করেন।
গাইবান্ধায় আদালতের জারি করা ১৪৪ ধারা ভেঙে আওয়ামী লীগ নেতা-কর্মীকে ব্যবহার করে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে ঊর্ধ্বতন এক কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। ২২ বছর ধরে ভোগ করে আসা জমির মাঝখানে প্রাচীর নির্মাণের চেষ্টার পরিপ্রেক্ষিতে আদালত গত ১০ জুন ১৪৪ ধারা জারি করেছিলেন। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত শুক্রবার থেকে ওই জমিতে প্রাচীর নির্মাণ করে যাচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক পর্যায়ে ধান, গম ও পাটবীজ উৎপাদন ও বিতরণ প্রকল্পের উপপরিচালক।
গতকাল মঙ্গলবার বিকেলে সরেজমিন জেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর গ্রামে গিয়ে দেখা যায়, বিরোধপূর্ণ জমিতে ২২ বছরের পুরোনো সীমানা প্রাচীর ভেঙে ফেলে গড়ে তোলা হয়েছে নতুন দেয়াল। তা মজবুত করতে ছিটানো হচ্ছে পানি। পাশেই রয়েছে আরও নির্মাণসামগ্রী। শিগগিরই আরও অবকাঠামো নির্মাণের প্রস্তুতি চলছে।
প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, যে জমি নিয়ে বিরোধ সেটি ২০০২ সালে ওহিদুল ইসলাম কেনেন কৃষি কর্মকর্তা রেজার মামা মোফাজ্জেল হোসেনের কাছ থেকে। তখন থেকে চারপাশে সীমানা প্রাচীর দিয়ে ওহিদুল ইসলাম তা ভোগদখল করে আসছেন। সেখানে শতাধিক মেহগনি, সেগুন, কাঁঠালগাছের বাগান করেছেন তিনি। ২২ বছর পর গত মার্চ মাসে বাগানের ভেতর প্রাচীর নির্মাণ করা শুরু করেন রেজাউল করিম রেজা।
রেজাউল করিমের মামি মোছা. নার্গিস বেগম বলেন, ‘রেজাউল আওয়ামী লীগের লোকজন এনে আগেও বেশ কয়েকবার জায়গাটি দখল করার চেষ্টা করেছেন। শুধু তা–ই না, আমারও পাঁচ শতাংশ জায়গা দখল করে রেখেছে রেজাউল। এ নিয়ে গত ৬ জুন গাইবান্ধা সদর থানায় অভিযোগ জানানো হয়েছে।’
তালুক রিফাইতপুরের বাসিন্দা মিজানুর রহমান ফিটু বলেন, জমির মালিক ওহিদুল ইসলাম ঢাকার বাসিন্দা। তিন দশকের বেশি সময় ধরে বহুজাতিক কোম্পানিতে কর্মরত। কাজের ব্যস্ততা থাকায় গাইবান্ধায় তাঁর যাতায়াত নেই তেমন। এত দিন তাঁর শ্বশুরবাড়ির লোকজন এলাকায় থাকলেও গত জানুয়ারিতে শ্বশুরের মৃত্যুর পর সেখানে আর কেউ থাকেন না। এই সুযোগে রেজাউল করিম প্রতিবেশীর সম্পদ হাতিয়ে নিচ্ছেন।
ভুক্তভোগী ওহিদুল ইসলাম বলেন, ‘২২ বছর আগে জমিটা কিনেছিলাম রেজারই মামার কাছ থেকে। এখন এর মূল্য কয়েক গুণ বেড়েছে। রেজা অর্ধেক দামে জমিটা কিনতে চেয়েছিল। কিন্তু আমি বিক্রি করতে রাজি হইনি। এ জন্য তিনি আমাকে হুমকিও দিয়েছেন। প্রায়ই নিজেকে আওয়ামী লীগ সরকারের আমলা পরিচয় দিয়ে অর্থ ও শক্তির বড়াই করেন। গত জুনে তাঁর ভাইয়ের শালা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইউসুফ জোয়ার্দার ছাত্রলীগের ক্যাডারদের নিয়ে এসে আমার সীমানা প্রাচীর ভেঙে নতুন করে দেয়াল তোলার চেষ্টা করে। আমি খেটে খাওয়া মানুষ। এসব জুলুমের ভেতর দিয়ে যাচ্ছি।’
ওহিদুল ইসলাম আরও বলেন, তাঁর জমি দখলের পর আইনের আশ্রয় নিতে গেলে সেখানেও বাধা আসে। রেজার সরকারি পদের প্রভাবের কারণে সঠিক বিচার পেতে বেগ পেতে হচ্ছে। তাঁর মামলার তদন্তকারী কর্মকর্তাকে পর্যন্ত রেজা প্রভাবিত করে বদলি করিয়ে ফেলেন।
ওহিদুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট আবু শাহীন প্রধান বলেন, ১৪৪ ধারা ভঙ্গের বিপরীতে গত ১৫ জুলাই দণ্ডবিধি ১৮৮ নথিভুক্ত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত। কিন্তু অজানা কারণে তদন্তের নির্দেশ দীর্ঘদিন আটকে ছিল। এই সুযোগে অভিযুক্ত রেজা জমিতে বাধাহীনভাবে অবকাঠামো নির্মাণ করে চলে। এটি সুস্পষ্ট আইনের লঙ্ঘন।
আবু শাহীন আরও বলেন, রেজাউল করিমের ভাই শাহীনের শালা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও হুইপ মাহবুব আরা গিনির ব্যক্তিগত সহকারী মো. ইউসুফ জোয়ার্দার (বর্তমানে পলাতক) এবং জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জেলা জজকোর্টের এপিপি নুরুল আমিন এখনো প্রভাব খাটিয়ে বিচার বিঘ্নিত করার চেষ্টা করছেন।
কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘ওহিদুল ইসলাম যে জমি নিজের বলে দাবি করছে, সেই জমিটি আমার। আমার মামা মোফাজ্জেল হোসেনের কাছ থেকে জমি কিনে উনি ঠকছেন। আমি সরকারি চাকরি করি। এই সুবাদে আমাকে হেনস্তা করার জন্য উনি আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করে যাচ্ছেন।’
এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, গত ২০ এপ্রিল গাইবান্ধা সদর থানায় নালিশি নিষ্পত্তি করতে সব পক্ষকে নিয়ে বসেছিলেন। সেখানে রেজাউল করিম সরাসরি প্রভাব বিস্তারের চেষ্টা করেন।
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জিসান (১৯) নামের এক তরুণের মরদেহ উদ্ধার হয়েছে। অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে হাইওয়ে পুলিশের...
১৬ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে নেহাল খান (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বাইপাস মহাসড়কের ধলাগাছ মতির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২১ মিনিট আগেপার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর কাছে কোমরতাঁতে বোনা কাপড় খুবই জনপ্রিয়। আর এ কাপড় বোনেন পাহাড়ি নারীরা। তবে আধুনিক বয়নশিল্পের প্রভাব এবং সুতাসহ কাঁচামালের দাম বাড়ায় এখন আর পোষাতে পারছেন না তাঁরা। সরকারের পক্ষ থেকেও নেই এ শিল্পকে টিকিয়ে রাখার কোনো উদ্যোগ। তাই হারাতে বসেছে পাহাড়ের ঐতিহ্যবাহী এ শিল
১ ঘণ্টা আগে