সিলেট প্রতিনিধি
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন উপলক্ষে প্রার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও দোয়া চেয়ে টাঙানো ব্যানার, ফেস্টুন এবং তোরণ অপসারণে নেমেছে সিলেট নির্বাচন অফিস। আজ শনিবার বেলা ১১টার দিকে সিলেট নগরীর মেন্দিবাগ নির্বাচন অফিস থেকে চারটি টিম শহরের বিভিন্ন স্থানে এ অভিযান শুরু করে।
অভিযানে নেতৃত্ব দেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের। এ ছাড়া টিমে ছিলেন সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার, মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে সিলেটের আঞ্চলিক নির্বাচন অফিসের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তারেক আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতীক বরাদ্দ দেওয়ার আগে সব ধরনের প্রচার নিষিদ্ধ। আমরা এর আগে শহরে মাইকিং করেছি। যারা মনোনয়ন নিতে এসেছেন, তাঁদের বলেছি—এসব নিজ খরচে অপসরণ করতে। আজ আমরা প্রাথমিকভাবে এই অভিযান শুরু করেছি।’
নির্বাচন কর্মকর্তা তারেক আহমদ আরও বলেন, ‘এখন যদি প্রার্থীরা মনে করেন তাঁরা ব্যানার, ফেস্টুন লাগাবেন আর আমরা অপসারণ করব। তাহলে ভুল করবেন। এখন আমরা অপসরণ করছি। সামনে কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করেন, তাহলে জেল-জরিমানা করা হবে। তারপরও যদি কেউ আইন না মানেন, তাহলে ওই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হবে।’
নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে বিভিন্ন দল ও প্রার্থীরা সরাসরি সভা-সেমিনার করার বিষয়টিও নির্বাচন অফিস ইতিমধ্যে অবগত হয়েছে। ব্যানার, ফেস্টুন অপসরণের পাশাপাশি এ ব্যাপারেও অভিযানে নামবে সিলেট নির্বাচন অফিস। চলমান এই অভিযানে পুলিশ, আনসার, সিটি করপোরেশন সহযোগিতা করছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে সিলেট সিটি করপোরেশন নির্বাচন। তবে কয়েক মাস আগে থেকেই নগরী ছেয়ে গেছে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার ও ফেস্টুনে। গত এপ্রিলে নির্বাচনী এলাকা থেকে সব ধরনের প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার পরপরই ইসি এক নির্দেশনায় নগর থেকে সব ধরনের প্রচারসামগ্রী অপসারণ করতে বলা হয়। এ আদেশ অনেকটা তোয়াক্কা না করেই প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন সম্ভাব্য প্রার্থীরা।
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন উপলক্ষে প্রার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও দোয়া চেয়ে টাঙানো ব্যানার, ফেস্টুন এবং তোরণ অপসারণে নেমেছে সিলেট নির্বাচন অফিস। আজ শনিবার বেলা ১১টার দিকে সিলেট নগরীর মেন্দিবাগ নির্বাচন অফিস থেকে চারটি টিম শহরের বিভিন্ন স্থানে এ অভিযান শুরু করে।
অভিযানে নেতৃত্ব দেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের। এ ছাড়া টিমে ছিলেন সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার, মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে সিলেটের আঞ্চলিক নির্বাচন অফিসের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তারেক আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতীক বরাদ্দ দেওয়ার আগে সব ধরনের প্রচার নিষিদ্ধ। আমরা এর আগে শহরে মাইকিং করেছি। যারা মনোনয়ন নিতে এসেছেন, তাঁদের বলেছি—এসব নিজ খরচে অপসরণ করতে। আজ আমরা প্রাথমিকভাবে এই অভিযান শুরু করেছি।’
নির্বাচন কর্মকর্তা তারেক আহমদ আরও বলেন, ‘এখন যদি প্রার্থীরা মনে করেন তাঁরা ব্যানার, ফেস্টুন লাগাবেন আর আমরা অপসারণ করব। তাহলে ভুল করবেন। এখন আমরা অপসরণ করছি। সামনে কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করেন, তাহলে জেল-জরিমানা করা হবে। তারপরও যদি কেউ আইন না মানেন, তাহলে ওই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হবে।’
নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে বিভিন্ন দল ও প্রার্থীরা সরাসরি সভা-সেমিনার করার বিষয়টিও নির্বাচন অফিস ইতিমধ্যে অবগত হয়েছে। ব্যানার, ফেস্টুন অপসরণের পাশাপাশি এ ব্যাপারেও অভিযানে নামবে সিলেট নির্বাচন অফিস। চলমান এই অভিযানে পুলিশ, আনসার, সিটি করপোরেশন সহযোগিতা করছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে সিলেট সিটি করপোরেশন নির্বাচন। তবে কয়েক মাস আগে থেকেই নগরী ছেয়ে গেছে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার ও ফেস্টুনে। গত এপ্রিলে নির্বাচনী এলাকা থেকে সব ধরনের প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার পরপরই ইসি এক নির্দেশনায় নগর থেকে সব ধরনের প্রচারসামগ্রী অপসারণ করতে বলা হয়। এ আদেশ অনেকটা তোয়াক্কা না করেই প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন সম্ভাব্য প্রার্থীরা।
কক্সবাজারে এইডস রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় ৭ বছরের তুলনায় গত দুই বছরে এই সংক্রমণ দ্বিগুণ হয়েছে। আক্রান্তদের মধ্যে বড় অংশ উখিয়া ও টেকনাফে আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গা।
১৬ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের ভবন নির্মাণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। একদিকে ভবন নির্মাণের দাবিতে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন, অন্যদিকে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন এবং পরিবেশ রক্ষার পক্ষে অবস্থান নিয়েছেন অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা।
২১ মিনিট আগেআজ থেকে আগামী এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করবে ছাত্রসংগঠনগুলো। রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে সংগঠনটির আহ্বানে গতকাল সোমবার সন্ধ্যা থেকে চার ঘণ্টাব্যাপী এক জরুরি আলোচনা সভা হয়। দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব নিরসনে ১৯টি ছাত্র সংগঠন
৪২ মিনিট আগেশুল্ক আইন লঙ্ঘন করার অভিযোগে মো. পারভেজ উদ্দিন নামে এক ব্যক্তির নিশান সাফারি ব্র্যান্ডের একটি গাড়ি জব্দ করা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে আনায় গাড়িটির গায়ে ‘নিশান সাফারি’ মুছে দিয়ে ‘নিশান পেট্রোল’ লেখা হয়। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে কাস্টমস গোয়েন্দারা গাড়িটি জব্দ করেন।
১ ঘণ্টা আগে