রাতারগুলে পানিতে নেমে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৯ জুন ২০২৪, ১৯: ৩৬
Thumbnail image

সিলেটের রাতারগুলের পানিতে নেমে নিখোঁজের ১৮ ঘণ্টা পর শামীম আহমদ (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১২টার দিকে রাতারগুল জলাবনের মোটরঘাট এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত কিশোর শামীম আহমদ (১৬) সিলেট নগরের বাগবাড়ি এলাকার শাহজাহান আলীর ছেলে। সে সিলেটের একটি স্কুল থেকে সদ্য অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। 

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বন্ধুদের সঙ্গে রাতারগুলে বেড়াতে গিয়ে মোটরঘাট এলাকার পানিতে নেমেছিল শামীমসহ চার বন্ধু। এ সময় স্রোতের সঙ্গে পানিতে তলিয়ে যায় শামীম। তবে অন্যরা পানি থেকে ডাঙায় উঠতে পেরেছিল। লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া। 

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে রাতারগুল জলাবনে বাইসাইকেল করে চার বন্ধু বেড়াতে গিয়েছিল। সন্ধ্যা ৬টার দিকে রাতারগুল খেয়াঘাটের সিঁড়ি দিয়ে চেঙ্গেরখাল নদের পানিতে নেমেছিল তারা। এ সময় শামীম পানিতে তলিয়ে যায়। 

আশপাশের লোকজন ও পুলিশ সদস্যরা নিখোঁজ কিশোরের সন্ধান চালালেও গতকাল উদ্ধার করতে পারেনি। পরবর্তীতে আজ সকাল থেকে মোটরঘাট এলাকায় নিখোঁজ কিশোরকে উদ্ধারে সন্ধান চালানো হয়। পরে দুপুর ১২টার দিকে শামীম আহমদের লাশ উদ্ধার করা হয়। 

ওসি মোহাম্মদ নুনু মিয়া বলেন, ‘গতকাল রাতারগুলের মোটরঘাট এলাকায় নিখোঁজ কিশোরের লাশ আজ দুপুর ১২টার দিকে উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের অনুরোধ জানালে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ হস্তান্তর করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত