হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকারের ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েছেন এক ডিলার। অভিযুক্ত ডিলার এমদাদুল ইসলাম রকি (৩৪) উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং দাশপাড়া গ্রামের নুরুল ইসলাম মিয়ার ছেলে।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ১ লাখ টাকা জরিমানা করে উপজেলা প্রশাসন। আজ সোমবার দুপুরে বানিয়াচং সদরের বড় বাজারে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাঁকে ২৫০ কেজি ওএমএস চালসহ আটক করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওএমএসের ডিলার রকির ১৫ টাকা কেজি দরে কার্ডধারী উপকারভোগীদের মধ্যে চাল বিক্রি করার কথা। কিন্তু তিনি তা না করে ৩০ টাকা কেজি দরে খোলা বাজারে বিক্রি করছিলেন।
পরে খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল অভিযান চালায়। এ সময় চালের ক্রেতা জানু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম অভিযুক্ত ডিলার রকিকে ১ লাখ টাকা জরিমানা করেন।
জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে তাঁর ডিলারশিপ বাতিল এবং জামানত বাজেয়াপ্তের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন আজকের পত্রিকাকে বলেন, ‘এমদাদুল ইসলাম রকি বর্তমানে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত নন। যেহেতু তাঁর নাম ছাত্রদলের সঙ্গে জড়ানো হয়েছে, আমরা কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেব।’
হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকারের ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েছেন এক ডিলার। অভিযুক্ত ডিলার এমদাদুল ইসলাম রকি (৩৪) উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং দাশপাড়া গ্রামের নুরুল ইসলাম মিয়ার ছেলে।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ১ লাখ টাকা জরিমানা করে উপজেলা প্রশাসন। আজ সোমবার দুপুরে বানিয়াচং সদরের বড় বাজারে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাঁকে ২৫০ কেজি ওএমএস চালসহ আটক করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওএমএসের ডিলার রকির ১৫ টাকা কেজি দরে কার্ডধারী উপকারভোগীদের মধ্যে চাল বিক্রি করার কথা। কিন্তু তিনি তা না করে ৩০ টাকা কেজি দরে খোলা বাজারে বিক্রি করছিলেন।
পরে খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল অভিযান চালায়। এ সময় চালের ক্রেতা জানু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম অভিযুক্ত ডিলার রকিকে ১ লাখ টাকা জরিমানা করেন।
জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে তাঁর ডিলারশিপ বাতিল এবং জামানত বাজেয়াপ্তের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন আজকের পত্রিকাকে বলেন, ‘এমদাদুল ইসলাম রকি বর্তমানে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত নন। যেহেতু তাঁর নাম ছাত্রদলের সঙ্গে জড়ানো হয়েছে, আমরা কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেব।’
কুষ্টিয়ার কুমারখালীতে মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে ইঞ্জিনচালিত ভ্যানের (করিমন) চাপায় চার মাসের এক শিশু প্রাণ হারিয়েছে। শিশুটি ব্যাটারিচালিত একটি ভ্যানে তার মায়ের কোলে ছিল। সড়কের মোড় ঘোরার সময় সে কোল থেকে পড়ে যায়। এ সময় পেছন থেকে আরেকটি ভ্যান এসে শিশুটিকে চাপা দেয়। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেল
৮ মিনিট আগেচাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে কৃষক শরিফ মিয়ার (৩০) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, একই গ্রামের মিজান মুন্সি তাঁর ধানের জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে
৯ মিনিট আগেচট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত সাত বছরের শিশু আরাধ্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সে করে আরাধ্যকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এর আগে সে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল।
৩৭ মিনিট আগেরিফাত আহমেদ বলেন, অভিযানে ওই এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাতবোমা, ৫৬৯টি ইয়াবা বড়ি ও ৪৪ হাজার ৫১০ টাকা জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। জব্দ অস্ত্র, মাদকসহ আটক ব্যক্তিদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
১ ঘণ্টা আগে