নিজস্ব প্রতিবেদক সিলেট
ভারতে অবৈধভাবে প্রবেশ করা পাঁচ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে এক শিশু, তিন নারী রয়েছেন।
গতকাল বুধবার দিবাগত রাতে তাঁদের ফেরত পাঠানো হয়। পরে বিয়ানীবাজার থানায় তাঁদের হস্তান্তরের পর অবৈধ অনুপ্রবেশে দায়ে মামলা করে বিজিবি। আজ বৃহস্পতিবার বিজিবির বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—যশোরের বেনাপোল এলাকার মোছা. আয়শা খাতুন (৩৭) ও মোছা. রোকসানা খাতুন (৪০), খুলনা জেলার মোছা. রুমানা বেগম (২১), মো. বাদশা শেখ (২৭)। এ ছাড়া তিন বছর বয়সী এক শিশু।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা ৩ ডিসেম্বর কুমিল্লার বাগরা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। পরবর্তীতে ত্রিপুরা থেকে গৌহাটি যাওয়ার পথে পুলিশ চেকপোস্টে তাদের আটক করা হয়। পরে বুধবার রাতে তাদের বিয়ানীবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. মেহেদী হাসান জানান, তাঁদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিয়ানীবাজার থানায় মামলা করা হয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। তারা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বলে দাবি করেছেন।
ভারতে অবৈধভাবে প্রবেশ করা পাঁচ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে এক শিশু, তিন নারী রয়েছেন।
গতকাল বুধবার দিবাগত রাতে তাঁদের ফেরত পাঠানো হয়। পরে বিয়ানীবাজার থানায় তাঁদের হস্তান্তরের পর অবৈধ অনুপ্রবেশে দায়ে মামলা করে বিজিবি। আজ বৃহস্পতিবার বিজিবির বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—যশোরের বেনাপোল এলাকার মোছা. আয়শা খাতুন (৩৭) ও মোছা. রোকসানা খাতুন (৪০), খুলনা জেলার মোছা. রুমানা বেগম (২১), মো. বাদশা শেখ (২৭)। এ ছাড়া তিন বছর বয়সী এক শিশু।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা ৩ ডিসেম্বর কুমিল্লার বাগরা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। পরবর্তীতে ত্রিপুরা থেকে গৌহাটি যাওয়ার পথে পুলিশ চেকপোস্টে তাদের আটক করা হয়। পরে বুধবার রাতে তাদের বিয়ানীবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. মেহেদী হাসান জানান, তাঁদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিয়ানীবাজার থানায় মামলা করা হয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। তারা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বলে দাবি করেছেন।
‘তিন ঘণ্টা ঘোরাঘুরি কইরা একটা স্কার্ফ ছাড়া তো কিছুই কিনলা না। সকাল সকাল মার্কেটে আইসা কী লাভ হইলো?’ মা তাসলিমা আক্তারকে অনুযোগ করে বলছিল বছর দশেকের মেয়ে সানজিদা ইসলাম। জবাবে মা বললেন, ‘দোকানে আইসাই সাথে সাথে কিন্না ফেলন যায়? আগে তো দেখতে হইবো। দামদর বুঝতে হইবো।’
৬ মিনিট আগেরাজশাহী নগর মহিলা দলের নেত্রীর বাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসা পুলিশ সদস্যরা দাঁড়িয়ে ছিলেন সড়কের ওপর। তখন কিছুটা দূরে পরপর দুটি ককটেল ফোটে। আত্মরক্ষায় পুলিশ সদস্যরা পাশের একটি সেলুনে ঢুকে পড়েন।
১৬ মিনিট আগেবগুড়ার শাজাহানপুর উপজেলায় অবৈধ মাটি ব্যবসার বিরুদ্ধে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন। তবে অভিযোগ রয়েছে, উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে মামলা করা হয়েছে ছোট ছোট অবৈধ মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে। এতে অনেক স্থানেই কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধ হয়েছে।
৩৬ মিনিট আগেমুনিরা মুনমুন আবৃত্তিশিল্পী। সপ্তাহখানেক আগের এক সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি লেকের পাশে তিনি শিকার হয়েছেন এক চরম অনাকাঙ্ক্ষিত ঘটনার। কিছুতেই ভুলতে পারছেন না বিষয়টি। মুনিরা ও তাঁর এক বান্ধবী রবীন্দ্র সরোবরে লেকের পাশে বসে আড্ডা দিচ্ছিলেন।
৩৬ মিনিট আগে