সিলেট চেম্বারের কমিটি বাতিলে কারণ দর্শানো নোটিশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
Thumbnail image

সিলেট চেম্বার অব কমার্সের কার্যনির্বাহী কমিটি বাতিল করে কেন প্রশাসক নিয়োগ করা হবে না, এই বিষয়ে জানতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন শাখার সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) অমিত দেব নাথ স্বাক্ষরিত নোটিশে এই তথ্য জানা যায়। 

নোটিশে বলা হয়-সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ‘ব্যবসা, শিল্প, বাণিজ্য ও বা সংশ্লিষ্ট সেবা খাত’ সঠিকভাবে পরিচালিত হচ্ছে না মর্মে প্রতীয়মান হওয়ায় আটজন স্বাক্ষরিত আবেদনকারী প্রশাসক নিয়োগের জন্য আবেদন করেন। এমতাবস্থায় বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা মোতাবেক কেন প্রশাসক নিয়োগ করা হবে না এই বিষয়ে আগামী সাত কর্ম দিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। 

একই সঙ্গে বিষয়টির প্রতিলিপি বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের সদর দপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দপ্তরের একান্ত সচিব ও সিলেট জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। 

জানতে চাইলে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মো. মুজিবুর রহমান মিন্টু আজকের পত্রিকাকে বলেন, ‘৮ জন যে আবেদন করেছেন, সেটি সঠিক নয়। আমাদের দৈনন্দিন কার্যক্রম চলছে। আমরা সাত দিনের আগেই জবাব দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত