হবিগঞ্জে কার্যালয়ে আগুন দেওয়ার প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৫: ২৬
Thumbnail image

দলীয় কার্যালয়ে আগুন দেওয়া এবং সংসদ সদস্য আবু জাহিরের বাসায় ইট-পাটকেল নিক্ষেপের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ। আজ শনিবার দুপুর ১২টায় শহরের নিমতলা মাঠ প্রাঙ্গণে সমাবেশ শুরু হয়। 

জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আবু জাহিরের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, শায়েস্তাগঞ্জ আওয়ামী লীগের সভাপতি ইকবাল রশিদ তালুকদার, লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুশফিউল আলম আজাদ, জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল প্রমুখ। 

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির বলেন, ‘কোটাবিরোধী আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের সামনে রেখে বিএনপি-জামায়াত যে নৈরাজ্য ঘটিয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ তিনি আরও বলেন, ‘যারা সমাবেশে এসেছেন, জেলা আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে কেউ হবিগঞ্জ শহরের বাইরে যেতে পারবেন না। মিছিল শেষে সবাইকে টাউন হলে অবস্থান নিতে হবে।’ 

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীদের হাতে লাঠি দেখা যায়। পরে মিছিলটি পৌর শহরের টাউন হলে এসে অবস্থান নেয়। 

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেলা ৩টায় এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। এর ফলে ফের সংঘর্ষের আশঙ্কায় শহরে থমথমে অবস্থায় বিরাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত