হবিগঞ্জ প্রতিনিধি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমরা নিজেদের বারবার কেন খাটো করি এসব প্রশ্নের মধ্য দিয়ে। আমাদের দেশ তো একটা স্বাধীন-সার্বভৌম দেশ। আমাদের নিজস্ব একটা সংবিধান আছে। আমাদের নিজস্ব আইন আছে, গণতন্ত্র আছে।’ এ সময় তিনি মার্কিন ভিসা নীতির কারণে উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেন।
আজ মঙ্গলবার হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, স্মার্ট অ্যাপ উদ্বোধন, ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে সুধী সমাবেশে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আমাদের পদ্ধতিতে স্বাধীন নির্বাচন কমিশন আছে। একটা অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য বঙ্গবন্ধুকন্যা অঙ্গীকারবদ্ধ। নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার করার জন্য তার সরকার অঙ্গীকারবদ্ধ। আওয়ামী লীগ সর্বাত্মক সহযোগিতার পাশাপাশি নির্বাচনেও অংশ নেবে। তেমনি অন্য রাজনৈতিক দলগুলোও নির্বাচনে অংশ নিয়ে জনগণের কাছে যাবে।’
সরকারের বিভিন্ন উন্নয়নের বিষয়ে আলোকপাত করে আগামী সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ষড়যন্ত্রকারীরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। কিন্তু তাদের এই মনোবাসনা পূরণ হবে না।
সমাবেশে বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান, গাজী মোহাম্মদ শাহনওয়াজ, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাহর রহমান সেলিম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলমগীর চৌধুরী। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আবদুল বাসেত।
এর আগে শিক্ষামন্ত্রী নামফলক উন্মোচনের পর বেলুন ও পায়রা উড়িয়ে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, স্মার্ট অ্যাপ উদ্বোধন ও ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমরা নিজেদের বারবার কেন খাটো করি এসব প্রশ্নের মধ্য দিয়ে। আমাদের দেশ তো একটা স্বাধীন-সার্বভৌম দেশ। আমাদের নিজস্ব একটা সংবিধান আছে। আমাদের নিজস্ব আইন আছে, গণতন্ত্র আছে।’ এ সময় তিনি মার্কিন ভিসা নীতির কারণে উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেন।
আজ মঙ্গলবার হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, স্মার্ট অ্যাপ উদ্বোধন, ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে সুধী সমাবেশে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আমাদের পদ্ধতিতে স্বাধীন নির্বাচন কমিশন আছে। একটা অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য বঙ্গবন্ধুকন্যা অঙ্গীকারবদ্ধ। নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার করার জন্য তার সরকার অঙ্গীকারবদ্ধ। আওয়ামী লীগ সর্বাত্মক সহযোগিতার পাশাপাশি নির্বাচনেও অংশ নেবে। তেমনি অন্য রাজনৈতিক দলগুলোও নির্বাচনে অংশ নিয়ে জনগণের কাছে যাবে।’
সরকারের বিভিন্ন উন্নয়নের বিষয়ে আলোকপাত করে আগামী সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ষড়যন্ত্রকারীরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। কিন্তু তাদের এই মনোবাসনা পূরণ হবে না।
সমাবেশে বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান, গাজী মোহাম্মদ শাহনওয়াজ, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাহর রহমান সেলিম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলমগীর চৌধুরী। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আবদুল বাসেত।
এর আগে শিক্ষামন্ত্রী নামফলক উন্মোচনের পর বেলুন ও পায়রা উড়িয়ে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, স্মার্ট অ্যাপ উদ্বোধন ও ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
নির্মাণকাজের দায়িত্ব পাওয়া বেসরকারি আবাসনপ্রতিষ্ঠান কম্প্রিহেনসিভ হোল্ডিংস ছয় দফা সময় বাড়িয়েও কাজ শেষ না করায় বিপাকে পড়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ (জাগৃক)।
৬ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে একটি তেলের গোডাউনে অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
৩০ মিনিট আগেরাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৮ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৯ ঘণ্টা আগে