Ajker Patrika

হবিগঞ্জে লুটপাটের মামলায় ইউপি সদস্যের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১৯: ০৭
হবিগঞ্জে লুটপাটের মামলায় ইউপি সদস্যের কারাদণ্ড

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য জ্যোতি বিকাশ দাস ছোটনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর বিরুদ্ধে বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই কারাদণ্ড দেওয়া হয়।

আজ সোমবার হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক রিয়াজ উদ্দিন এই রায় দেন। জ্যোতি বিকাশ দাস চাঁনপুর গ্রামের বাসিন্দা।

রায় ঘোষণার সময় জ্যোতি বিকাশ দাস ছোটন আদালতে উপস্থিত ছিলেন।

ইউপি সদস্য জ্যোতি বিকাশ দাস ছোটন তাঁর দলবল নিয়ে একই গ্রামের আব্দুল মোতালিব চৌধুরী মাহফুজের বাড়িতে ২০২৩ সালের ৫ জানুয়ারি হামলা চালান। এ সময় তাঁরা বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেন। এ ঘটনায় আব্দুল মোতালিব চৌধুরী মাহফুজ বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে বানিয়াচং থানায় মামলা করেন।

মামলায় ১০ জন সাক্ষীর মধ্যে নয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন। রায়ে তপন দাস, সাবাজুল ইসলাম ও জিয়াউল হক অপু নামের তিন আসামিকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী এমএ মজিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা এই রায়ে সন্তুষ্ট। এই রায়ের মাধ্যমে নির্যাতিতরা ন্যায় বিচার পেয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত