নিজস্ব প্রতিবেদক সিলেট
বসার স্থান নিয়ে সিলেট নগরের পাঠানটুলায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত ও সাতটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আজ বুধবার রাত আটটার পরে স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।
সংঘর্ষে আহতরা হলেন- বিদ্যুৎ, রশিদ, কয়েছ, রিপন ও আলী। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপ-কমিশনার আজবাহার আলী শেখ ঘটনাস্থল পরিদর্শন করে আজকের পত্রিকাকে বলেন, ‘বসার স্থান নিয়ে তরুণদের মধ্যে মারামারিতে ৫/৬ জন আহত হয়ে ওসমানীতে ভর্তি হয়েছে। এ সময় ৬-৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন পরিস্থিতি স্বাভাবিক।’
পাঠানটুলা এলাকার স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পাঠানটুলা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগের দুটি গ্রুপের নেতাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে দুই পক্ষের অনুসারীরা সংঘর্ষ জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন; পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। এ সময় উভয়পক্ষের ৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। এরা যুবলীগের কেউ না, ‘নামদারী’ যুবলীগ। কোনো দিন যুবলীগের মিছিল-মিটিংয়েও ছিল না।’
বসার স্থান নিয়ে সিলেট নগরের পাঠানটুলায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত ও সাতটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আজ বুধবার রাত আটটার পরে স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।
সংঘর্ষে আহতরা হলেন- বিদ্যুৎ, রশিদ, কয়েছ, রিপন ও আলী। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপ-কমিশনার আজবাহার আলী শেখ ঘটনাস্থল পরিদর্শন করে আজকের পত্রিকাকে বলেন, ‘বসার স্থান নিয়ে তরুণদের মধ্যে মারামারিতে ৫/৬ জন আহত হয়ে ওসমানীতে ভর্তি হয়েছে। এ সময় ৬-৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন পরিস্থিতি স্বাভাবিক।’
পাঠানটুলা এলাকার স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পাঠানটুলা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগের দুটি গ্রুপের নেতাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে দুই পক্ষের অনুসারীরা সংঘর্ষ জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন; পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। এ সময় উভয়পক্ষের ৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। এরা যুবলীগের কেউ না, ‘নামদারী’ যুবলীগ। কোনো দিন যুবলীগের মিছিল-মিটিংয়েও ছিল না।’
ঢাকার আশুলিয়ায় ডাকাতের চাপাতির আঘাতে এক স্বর্ণ ব্যবসায়ী মারা গেছেন। ডাকাতেরা আনুমানিক ২০ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে। আজ রোববার রাতে নয়ারহাট বাজারের দিলীপ স্বর্ণালয়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম দিলীপ দাস (৪৮)। তিনি আশুলিয়ার গোপীনাথপুরের দয়াল দাসের ছেলে।
২ মিনিট আগেঢাকার কেরানীগঞ্জে কাজের সন্ধানে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক অন্তঃসত্ত্বা নারী, যিনি মুসলিম ছেলেকে বিয়ে করে পরিবারে ত্যাজ্য হন ও স্বামীর পরিত্যক্তা হয়ে পড়েন। শনিবার রাতে ইকুরিয়া এলাকায় তাকে আশ্রয় ও চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়। পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে এবং আরও দুইজনের সন্ধান
৩৬ মিনিট আগেমাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুর জীবন রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা। চার দিন পেরিয়ে গেলেও আজ রোববার পর্যন্ত তাঁর চেতনা ফেরেনি। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) শিশু বিভাগের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (পিআইসিইউ) কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রাখা হয়েছে তাকে।
১ ঘণ্টা আগেচাঁদপুরে পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার শহরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ (রোববার) তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে।
১ ঘণ্টা আগে