Ajker Patrika

ধর্মপাশায় অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
ধর্মপাশায় অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় ঋত্বিক দাস নামে চার বছরের এক শিশু নিহত হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুখাইড় দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ঋত্বিক দাস সুখাইড় দক্ষিণপাড়া গ্রামের রতন দাসের ছেলে। ওই ঘটনায় চালক ইয়ামিন মিয়াকে (২৫) আটক করেছে এলাকাবাসী। তাঁর বাড়ি সুখাইড় ইউনিয়নের শরীয়তপুর গ্রামে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোলকপুর বাজার থেকে সুখাইড় যাওয়ার পথে অটোরিকশাটি বেলা সাড়ে ১১টার দিকে সুখাইড় দক্ষিণপাড়া গ্রামের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে থাকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

সুখাইড় রাজাপুর উত্তর ইউপির চেয়ারম্যান নাসরিন সুলতানা বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে যাই। আহত শিশুটি মারা গেছে। অটোরিকশাচালককে এলাকাবাসী আটক করেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’ 

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত