জৈন্তাপুরে ২৫ বস্তা ভারতীয় চিনিসহ ২ যুবক আটক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
Thumbnail image
জৈন্তাপুরে আটক ২ যুবক। ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে ২৫ বস্তা ভারতীয় চিনিসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় চিনি বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৪ নম্বর বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর গ্রামের আফজাল হোসাইন মাসুম (২১) ও ইয়াসিন আহমেদ (১৯)।

এ বিষয়ে জানতে চাইলে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। আটক দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত