৬ মাস ধরে ফেলেন বড়শি, অবশেষে আটকা পড়ল ১৮ কেজির বোয়াল

জুয়েল আহমদ, জগন্নাথপুর (সুনামগঞ্জ) 
Thumbnail image

সুনামগঞ্জের জগন্নাথপুরের কুশিয়ারা নদীতে দীর্ঘ ছয় মাস ধরে বড়শি ফেলতেন শৌখিন মৎস্য শিকারি বাচ্চু মিয়া। কিন্তু এত দিনে একটি মাছও পাননি তিনি। তবে আজ বৃহস্পতিবার তাঁর বড়শিতে সাড়ে ১৮ কেজির একটি বোয়াল মাছ ধরা পড়ে। 

উপজেলার রানীগঞ্জ ফেরিঘাটে কুশিয়ারা নদী থেকে পাওয়া সাড়ে ১৮ কেজির বোয়াল মাছটি জগন্নাথপুর মৎস্য আড়তে আনা হয়। এখানে সাড়ে ২৬ হাজার টাকায় মাছ বিক্রি করেন তিনি। এ সময় মাছটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেন। 

শৌখিন ওই মৎস্য শিকারি বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমি একজন দিনমজুর। কাজ না থাকলে বড়শি দিয়ে মাছ শিকার করতে ভালো লাগে। তাই গত ছয় মাস ধরে কুশিয়ারা নদীতে বড়শি বেয়ে আসছি। এই ছয় মাসে একটি মাছও বড়শিতে লাগেনি। শেষমেশ এই মাছটি পেলাম। আমি খুবই খুশি।’ 

মাছটি কেন বিক্রি করলেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি শৌখিন শিকারি। দীর্ঘদিন ধরে নদীতে বড়শি বেয়ে মাছটি শিকার করেছি। কিন্তু এত বড় মাছ খাওয়ারও তেমন কেউ নেই আমার। তাই বিক্রি করে দিয়েছি। যে টাকা পেয়েছি তাতে সংসারের অনেক দিনের খরচ জোগাতে পারব।’ 

বোয়াল মাছ দেখতে মানুষেরা ভিড় করেনজগন্নাথপুর শাপলা মৎস্য আড়তের মালিক মোতাহির আলী বলেন, সাড়ে ১৮ কেজির ওই বোয়াল মাছটি ২৬ হাজার ৫০০ টাকায় এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে। 

মৎস্য আড়তের আরেক মালিক জলিম খাঁন বলেন, এটি এই বছরের সবচেয়ে বড় মাছ। এর চেয়ে বড় মাছ এ বছর আর বিক্রি হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত