নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের আফতার আলীর ছেলে আদিল হোসাইন (২০), একই গ্রামের জমির আলীর ছেলে জাকারিয়া আহমদ (২১) এবং বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের মিনারাই গ্রামের রাজু আহমদের ছেলে রেদওয়ান আহমদ ফুয়াদ (১৮)। সে বিয়ানীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত ১২টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় দুটি মোটরসাইকেল দুই দিক থেকে আসছিল। একটি মোটরসাইকেলে আদিল হোসাইন, জাকারিয়া আহমদ ও মিলন আহমেদ একসঙ্গে ছিলেন। অপর মোটরসাইকেলে রেদওয়ান আহমদ ফুয়াদ ছিলেন। গাড়ি দুটিই বেপরোয়া গতিতে ছিল।
মুহিদপুর এলাকায় এ দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে আদিল, জাকারিয়া, মিলন আহমদ ও রেদোয়ান আহমদ ফুয়াদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আদিল হোসাইন ও জাকারিয়া আহমদকে মৃত ঘোষণা করেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রেদওয়ান আহমদ ফুয়াদ। গুরুতর আহত মিলন আহমদ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। লাশের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশ।
আদিল হোসাইন ও জাকারিয়া আহমদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ।
বিয়ানীবাজার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় রেদওয়ান আহমদ ফুয়াদের মৃত্যু হয়েছে।
সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের আফতার আলীর ছেলে আদিল হোসাইন (২০), একই গ্রামের জমির আলীর ছেলে জাকারিয়া আহমদ (২১) এবং বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের মিনারাই গ্রামের রাজু আহমদের ছেলে রেদওয়ান আহমদ ফুয়াদ (১৮)। সে বিয়ানীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত ১২টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় দুটি মোটরসাইকেল দুই দিক থেকে আসছিল। একটি মোটরসাইকেলে আদিল হোসাইন, জাকারিয়া আহমদ ও মিলন আহমেদ একসঙ্গে ছিলেন। অপর মোটরসাইকেলে রেদওয়ান আহমদ ফুয়াদ ছিলেন। গাড়ি দুটিই বেপরোয়া গতিতে ছিল।
মুহিদপুর এলাকায় এ দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে আদিল, জাকারিয়া, মিলন আহমদ ও রেদোয়ান আহমদ ফুয়াদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আদিল হোসাইন ও জাকারিয়া আহমদকে মৃত ঘোষণা করেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রেদওয়ান আহমদ ফুয়াদ। গুরুতর আহত মিলন আহমদ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। লাশের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশ।
আদিল হোসাইন ও জাকারিয়া আহমদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ।
বিয়ানীবাজার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় রেদওয়ান আহমদ ফুয়াদের মৃত্যু হয়েছে।
মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামে পুলিশের এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ ঘটনায় তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২ মিনিট আগেশেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যত রকম আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা যায়, তা-ই করছে সরকার।
১৮ মিনিট আগেঝিনাইদহ সদরের বাতপুকুরিয়া গ্রামে পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংক থেকে রফিকুল ইসলাম রুবেল (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
২৩ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে খননযন্ত্র দিয়ে নদীতীরের মাটি কেটে নেওয়ার অপরাধে চার ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের বংশাই নদীর ত্রিমোহন ও লৌহজং নদীর পাকুল্যা ঋষিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক অভিযান পরিচালনা করেন উপজ
৩২ মিনিট আগে