সিলেট প্রতিনিধি
মৌলভীবাজারের ব্যাংক কর্মকর্তা প্রণজিত পাল হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড এবং চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার সকালে হত্যা মামলায় সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শাহাদৎ হোসেন এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের স্পেশাল পি পি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল। আসামির পক্ষে আইনজীবী ছিলেন এমাদুল্লাহ শহিদুল ইসলাম।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন রিপন পাল। তিনি মৌলভীবাজার সদর উপজেলার মনোহর কোনা গ্রামের মৃত রবীন্দ্র কুমার পাল ওরফে রবি পালের ছেলে।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার মনোহর কোনা গ্রামের যোগেন্দ্র পালের ছেলে বিমল পাল, মৃত রবীন্দ্র কুমার পালের ছেলে উত্তম পাল, অনিল চন্দ্র পালের ছেলে আশীষ পাল, মৃত তারণ পালের ছেলে চিত্তরঞ্জন পাল ওরফে চিত্ত পাল।
আদালত সূত্রে জানা যায়, আজ সোমবার ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং দীর্ঘ শুনানি শেষে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শাহাদৎ হোসেন একজনকে মৃত্যুদণ্ড দেন। হত্যাকাণ্ডে সহযোগিতার জন্য চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ জুন রাত ৯টায় মৌলভীবাজার শমশেরনগর রোডের চট্টগ্রাম স্যানিটারি দোকানের সামনে আসামিরা প্রণজিত পালকে জোর করে রিকশা থেকে নামিয়ে নেন। এ সময় রিপন পাল ডেগার (দেশীয় অস্ত্র) দিয়ে প্রণজিত পালের বাঁ ঊরুতে আঘাত করে গুরুতর জখম করেন। এ সময় প্রণজিতকে ধরে রাখে অন্য আসামিরা। পরে এ মামলার সাক্ষীরা ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে প্রণজিত পালের স্ত্রী বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা করেন। পরবর্তী সময় মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল সিলেটে পাঠানো হয়।
মৌলভীবাজারের ব্যাংক কর্মকর্তা প্রণজিত পাল হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড এবং চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার সকালে হত্যা মামলায় সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শাহাদৎ হোসেন এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের স্পেশাল পি পি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল। আসামির পক্ষে আইনজীবী ছিলেন এমাদুল্লাহ শহিদুল ইসলাম।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন রিপন পাল। তিনি মৌলভীবাজার সদর উপজেলার মনোহর কোনা গ্রামের মৃত রবীন্দ্র কুমার পাল ওরফে রবি পালের ছেলে।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার মনোহর কোনা গ্রামের যোগেন্দ্র পালের ছেলে বিমল পাল, মৃত রবীন্দ্র কুমার পালের ছেলে উত্তম পাল, অনিল চন্দ্র পালের ছেলে আশীষ পাল, মৃত তারণ পালের ছেলে চিত্তরঞ্জন পাল ওরফে চিত্ত পাল।
আদালত সূত্রে জানা যায়, আজ সোমবার ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং দীর্ঘ শুনানি শেষে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শাহাদৎ হোসেন একজনকে মৃত্যুদণ্ড দেন। হত্যাকাণ্ডে সহযোগিতার জন্য চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ জুন রাত ৯টায় মৌলভীবাজার শমশেরনগর রোডের চট্টগ্রাম স্যানিটারি দোকানের সামনে আসামিরা প্রণজিত পালকে জোর করে রিকশা থেকে নামিয়ে নেন। এ সময় রিপন পাল ডেগার (দেশীয় অস্ত্র) দিয়ে প্রণজিত পালের বাঁ ঊরুতে আঘাত করে গুরুতর জখম করেন। এ সময় প্রণজিতকে ধরে রাখে অন্য আসামিরা। পরে এ মামলার সাক্ষীরা ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে প্রণজিত পালের স্ত্রী বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা করেন। পরবর্তী সময় মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল সিলেটে পাঠানো হয়।
রাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর ও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। সেই সঙ্গে এই হামলা, লুটপাটের ন্যায়বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ
৩৬ মিনিট আগেছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্যপদ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ হারানো মতিউর রহমান বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে রিট করেছিলেন। তবে রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ এ আদেশ দেন।
১ ঘণ্টা আগেরোববার দিবাগত রাত ১টার পর থেকেই বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে বিভিন্ন জেলা থেকে লোকজন ঢাকায় আসতে শুরু করেন। রাত ১টা থেকে ভোরে শত শত মানুষ শাহবাগে এসে পৌঁছাতে শুরু করেন। অধিকাংশই জানতেন না কী ঘটতে চলেছে।
২ ঘণ্টা আগেরিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানেরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাঁর আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা...
২ ঘণ্টা আগে