নিজস্ব প্রতিবেদক, সিলেট
২৮ অক্টোবর লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগের কেউ যদি মারধর করে বা আক্রমণাত্মক ভূমিকায় যায় পুলিশ তার দায়িত্ব পালন (ব্যবস্থা নেবে) করবে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী মনে করেন, বিএনপির ও আওয়ামী লীগের সমাবেশ ঘিরেও কোনো সংঘর্ষ হবে না।
এর আগে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সিলেট বিভাগীয় নবনির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে স্মারকগ্রন্থ ‘লেন্স’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আটাশের পর উনত্রিশ। উনত্রিশের পর আমার ডায়েরিতে কী কী অনুষ্ঠান লিখে রেখেছি। আমি এগুলো প্রতিপালন করব। তবে হ্যাঁ, তারা (বিএনপি) বলবে, আমরাও বলব এটা গণতন্ত্রের বিউটি। তবে লাঠিসোঁটা, মারপিট—এসব যারা করবে, আমার দল (আওয়ামী লীগ) করলেও পুলিশ তার দায়িত্ব পালন করবে।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘গণতন্ত্র খায় না। মানুষ চর্চা করে। আমরা গণতন্ত্র চর্চা করি। গণতন্ত্র চর্চার মূল কাজটা হলো ভোট। ভোটের জন্য আমরা তৈরি।’
বাংলাদেশে আওয়ামী লীগের বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগে বাংলাদেশের জন্য বিকল্প নেই। গণতন্ত্রের বাইরেও আমাদের বিকল্প নেই। আমাদের দেশের অভ্যন্তরে যদি ভুল-বোঝাবুঝি থাকে, সমাধান আমরাই করব। অন্য কাউকে দাওয়াত দিয়ে ডেকে এনে, একধরনের কথা আছে, খাল কেটে কুমির আনা। খাল কেটে কুমির আওয়ামী লীগ আনবে না। আমরা আমাদের দেশটিকে, আমাদের নেতৃত্বে, আমাদের সংবিধানে দেশ চলবে।’
বিপিজেএয়ের বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান প্রমুখ।
২৮ অক্টোবর লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগের কেউ যদি মারধর করে বা আক্রমণাত্মক ভূমিকায় যায় পুলিশ তার দায়িত্ব পালন (ব্যবস্থা নেবে) করবে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী মনে করেন, বিএনপির ও আওয়ামী লীগের সমাবেশ ঘিরেও কোনো সংঘর্ষ হবে না।
এর আগে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সিলেট বিভাগীয় নবনির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে স্মারকগ্রন্থ ‘লেন্স’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আটাশের পর উনত্রিশ। উনত্রিশের পর আমার ডায়েরিতে কী কী অনুষ্ঠান লিখে রেখেছি। আমি এগুলো প্রতিপালন করব। তবে হ্যাঁ, তারা (বিএনপি) বলবে, আমরাও বলব এটা গণতন্ত্রের বিউটি। তবে লাঠিসোঁটা, মারপিট—এসব যারা করবে, আমার দল (আওয়ামী লীগ) করলেও পুলিশ তার দায়িত্ব পালন করবে।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘গণতন্ত্র খায় না। মানুষ চর্চা করে। আমরা গণতন্ত্র চর্চা করি। গণতন্ত্র চর্চার মূল কাজটা হলো ভোট। ভোটের জন্য আমরা তৈরি।’
বাংলাদেশে আওয়ামী লীগের বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগে বাংলাদেশের জন্য বিকল্প নেই। গণতন্ত্রের বাইরেও আমাদের বিকল্প নেই। আমাদের দেশের অভ্যন্তরে যদি ভুল-বোঝাবুঝি থাকে, সমাধান আমরাই করব। অন্য কাউকে দাওয়াত দিয়ে ডেকে এনে, একধরনের কথা আছে, খাল কেটে কুমির আনা। খাল কেটে কুমির আওয়ামী লীগ আনবে না। আমরা আমাদের দেশটিকে, আমাদের নেতৃত্বে, আমাদের সংবিধানে দেশ চলবে।’
বিপিজেএয়ের বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান প্রমুখ।
আজ ২৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) দিবস। এ বছর প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রমের ৩৪ বছর পূর্ণ করে ৩৫ বছরে পদার্পণ করছে। এমন মুহূর্তে এসে ছাত্র-জনতার আন্দোলনে পাওয়া নতুন বাংলাদেশে খুবিকে নব আবহে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
২ মিনিট আগেচরমপন্থী জীবন থেকে ফিরে ঘোড়ার গাড়ি চালিয়ে স্বাভাবিক জীবনযাপন করছিলেন বাকুল মিয়া (৪৫)। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করল দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত নয়টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি উত্তরপাড়া স্কুলের পাশে এ ঘটনা ঘটে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত...
২০ মিনিট আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
৮ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
৯ ঘণ্টা আগে