প্রতিনিধি
বাঘাইছড়ি (রাঙামাটি) : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যা মামলার সন্দেহভাজন আসামি পিসিপি নেতা রূপায়ণ চাকমাকে আটকের প্রতিবাদে হরতাল পালিত হচ্ছে। আজ বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল পালন করছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
এ সময় হরতালের সমর্থনে সকাল থেকেই উপজেলার আট কিলোমিটার এলাকা ও ইউপিডিএফ (প্রসিত) নিয়ন্ত্রিত এলাকায় পিকেটিংয়ের পাশাপাশি বেশ কিছু ব্রিজের পাটাতন খুলে ফেলা হয়। নৌপথে যোগাযোগ স্বাভাবিক থাকলেও হরতালের প্রভাবে দূরপাল্লার কোনো যানবাহন বাঘাইছড়ি থেকে ছেড়ে যায়নি। তবে অভ্যন্তরীণ যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বলেন, বাঘাইছড়ি উপজেলা সদরে হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি। তবে ইউপিডিএফ নিয়ন্ত্রিত এলাকায় কিছুটা সমস্যা রয়েছে। পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি বিজিবির টহলও রয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি উপজেলা পরিষদে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে ঢুকে ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যা করে দুই সন্ত্রাসী। পরে এ ঘটনায় জেএসএস (সন্তু) দলের ১০ সদস্য ও অজ্ঞাত ৮ জনের কথা উল্লেখ করে নিহত সমরের ভাই বিনয় চাকমা একটি মামলা করেন। সেই মামলায় গত মঙ্গলবার ১১টায় উপজেলার মাচালং বাজার থেকে সাজেক ইউনিয়নের পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি রূপায়ণ চাকমাকে আটক করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে আটক রূপায়ণ চাকমাকে নির্দোষ দাবি করে তাঁর মুক্তির দাবিতে পিসিপি সদস্য এল্টু চাকমা ও কালোবরণ চাকমার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আধাবেলা হরতালের ঘোষণা দেয় ইউপিডিএফ (প্রসিত) দল।
বাঘাইছড়ি (রাঙামাটি) : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যা মামলার সন্দেহভাজন আসামি পিসিপি নেতা রূপায়ণ চাকমাকে আটকের প্রতিবাদে হরতাল পালিত হচ্ছে। আজ বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল পালন করছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
এ সময় হরতালের সমর্থনে সকাল থেকেই উপজেলার আট কিলোমিটার এলাকা ও ইউপিডিএফ (প্রসিত) নিয়ন্ত্রিত এলাকায় পিকেটিংয়ের পাশাপাশি বেশ কিছু ব্রিজের পাটাতন খুলে ফেলা হয়। নৌপথে যোগাযোগ স্বাভাবিক থাকলেও হরতালের প্রভাবে দূরপাল্লার কোনো যানবাহন বাঘাইছড়ি থেকে ছেড়ে যায়নি। তবে অভ্যন্তরীণ যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বলেন, বাঘাইছড়ি উপজেলা সদরে হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি। তবে ইউপিডিএফ নিয়ন্ত্রিত এলাকায় কিছুটা সমস্যা রয়েছে। পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি বিজিবির টহলও রয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি উপজেলা পরিষদে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে ঢুকে ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যা করে দুই সন্ত্রাসী। পরে এ ঘটনায় জেএসএস (সন্তু) দলের ১০ সদস্য ও অজ্ঞাত ৮ জনের কথা উল্লেখ করে নিহত সমরের ভাই বিনয় চাকমা একটি মামলা করেন। সেই মামলায় গত মঙ্গলবার ১১টায় উপজেলার মাচালং বাজার থেকে সাজেক ইউনিয়নের পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি রূপায়ণ চাকমাকে আটক করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে আটক রূপায়ণ চাকমাকে নির্দোষ দাবি করে তাঁর মুক্তির দাবিতে পিসিপি সদস্য এল্টু চাকমা ও কালোবরণ চাকমার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আধাবেলা হরতালের ঘোষণা দেয় ইউপিডিএফ (প্রসিত) দল।
টাঙ্গাইলের সখীপুরে এক তরুণীকে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে সখীপুর-কচুয়া সড়কের পৌর শহরের মা ও শিশু কেয়ার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগেবুধবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহপরান এলাকার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেই সংঘর্ষে যুক্ত হয় আরও তিন গ্রামের মানুষ। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। থেমে থেমে সংঘর্ষ চলে আড়াই ঘণ্টা। এই সংঘর্ষে পাঁচ গ্রামের কয়েক শ মানুষ জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ...
১৮ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ছাত্রদলের সাবেক নেতার সঙ্গে প্রতিপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় সংবাদকর্মীসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।
২৮ মিনিট আগেশৈলকুপায় মসজিদে তারাবির নামাজের সময় জুতা হারানো নিয়ে দুই দল মুসল্লির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ ব্যক্তি আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে