কমলগঞ্জে মৃদু শৈত্যপ্রবাহে দুর্ভোগ বেড়েছে চা-শ্রমিকদের

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
Thumbnail image

তীব্র শীতে মৌলভীবাজারের কমলগঞ্জের দুর্ভোগে পড়েছেন চা-শ্রমিকেরা। চা বাগান, পাহাড় ও হাওরবেষ্টিত উপজেলায় শীতের পাশাপাশি বইছে হিমেল হাওয়া। একই সঙ্গে ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আবহাওয়া কার্যালয় সূত্রে জানা যায়, আজ বুধবার শ্রীমঙ্গলে তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষক বিপ্লব চন্দ্র দাস। 

উপজেলার চা-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, চা বাগানে বেশি শীত অনুভূত হয়। তীব্র শীতের সঙ্গে হিমেল হাওয়া রয়েছে। শীত উপেক্ষা করে কাজে যেতে হয়। পর্যাপ্ত গরম কাপড় না থাকায় অনেকেই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। একদিন কাজে না গেলে অনেকটা না খেয়ে থাকতে হয় তাঁদের। 

কমলগঞ্জ চা-শ্রমিক নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ধনা বাউরী বলেন, শীত মৌসুমে চা-শ্রমিক ও নিম্ন আয়ের মানুষেরা বেশি কষ্টে থাকে। অন্যান্য বছরের মতো এ বছর শীত মৌসুমে বিভিন্ন সংগঠন ও সরকারের পক্ষ থেকে তেমন গরম কাপড় বিতরণ করা হয়নি এখানে। 

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বিপ্লব চন্দ্র দাস বলেন, বুধবার সকালে শ্রীমঙ্গল আবহাওয়া অফিসে ৯ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে হয়। গত মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত