কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
তীব্র শীতে মৌলভীবাজারের কমলগঞ্জের দুর্ভোগে পড়েছেন চা-শ্রমিকেরা। চা বাগান, পাহাড় ও হাওরবেষ্টিত উপজেলায় শীতের পাশাপাশি বইছে হিমেল হাওয়া। একই সঙ্গে ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জনজীবন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আবহাওয়া কার্যালয় সূত্রে জানা যায়, আজ বুধবার শ্রীমঙ্গলে তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষক বিপ্লব চন্দ্র দাস।
উপজেলার চা-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, চা বাগানে বেশি শীত অনুভূত হয়। তীব্র শীতের সঙ্গে হিমেল হাওয়া রয়েছে। শীত উপেক্ষা করে কাজে যেতে হয়। পর্যাপ্ত গরম কাপড় না থাকায় অনেকেই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। একদিন কাজে না গেলে অনেকটা না খেয়ে থাকতে হয় তাঁদের।
কমলগঞ্জ চা-শ্রমিক নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ধনা বাউরী বলেন, শীত মৌসুমে চা-শ্রমিক ও নিম্ন আয়ের মানুষেরা বেশি কষ্টে থাকে। অন্যান্য বছরের মতো এ বছর শীত মৌসুমে বিভিন্ন সংগঠন ও সরকারের পক্ষ থেকে তেমন গরম কাপড় বিতরণ করা হয়নি এখানে।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বিপ্লব চন্দ্র দাস বলেন, বুধবার সকালে শ্রীমঙ্গল আবহাওয়া অফিসে ৯ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে হয়। গত মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।
তীব্র শীতে মৌলভীবাজারের কমলগঞ্জের দুর্ভোগে পড়েছেন চা-শ্রমিকেরা। চা বাগান, পাহাড় ও হাওরবেষ্টিত উপজেলায় শীতের পাশাপাশি বইছে হিমেল হাওয়া। একই সঙ্গে ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জনজীবন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আবহাওয়া কার্যালয় সূত্রে জানা যায়, আজ বুধবার শ্রীমঙ্গলে তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষক বিপ্লব চন্দ্র দাস।
উপজেলার চা-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, চা বাগানে বেশি শীত অনুভূত হয়। তীব্র শীতের সঙ্গে হিমেল হাওয়া রয়েছে। শীত উপেক্ষা করে কাজে যেতে হয়। পর্যাপ্ত গরম কাপড় না থাকায় অনেকেই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। একদিন কাজে না গেলে অনেকটা না খেয়ে থাকতে হয় তাঁদের।
কমলগঞ্জ চা-শ্রমিক নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ধনা বাউরী বলেন, শীত মৌসুমে চা-শ্রমিক ও নিম্ন আয়ের মানুষেরা বেশি কষ্টে থাকে। অন্যান্য বছরের মতো এ বছর শীত মৌসুমে বিভিন্ন সংগঠন ও সরকারের পক্ষ থেকে তেমন গরম কাপড় বিতরণ করা হয়নি এখানে।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বিপ্লব চন্দ্র দাস বলেন, বুধবার সকালে শ্রীমঙ্গল আবহাওয়া অফিসে ৯ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে হয়। গত মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।
ফরিদপুরের নগরকান্দায় ওয়াজ মাহফিলে ডেকে নিয়ে এক তরুণকে মারধরের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে থানার ওসিসহ ২০ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় নগরকান্দা পৌরসভার মীরাকান্দা ও পার্শ্ববর্তী ফুলসূতি ইউনিয়নের সলিথা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ হয়।
২২ মিনিট আগেইমন আওয়ামী নেতা ও মন্ত্রীদের রোষানলে পড়ে একাধিক মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে বিনা বিচারে বছরের পর বছর জেলখানায় আটক ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইমন জামিনে মুক্তি পায়। ইমন বর্তমানে বিদেশে। কিন্তু তাঁকে এলিফ্যান্ট রোডের হামলায় আসামি করা হয়েছে...
১ ঘণ্টা আগেডা. শফিক বলেন, ‘রাজশাহী, যেটাকে শিক্ষার ভিলেজ বলা হয়, শিক্ষার গ্রাম। আমি আশা করি, ৫ তারিখের (৫ আগস্ট) পর রাজশাহীতে কোনো চাঁদাবাজি হয় না। এখানকার মানুষ ভদ্র, বিনয়ী ও সৎ। কেউ চাঁদাবাজি এখানে করে না, ঠিক না?’ এ সময় নেতা-কর্মীরা ‘চাঁদাবাজি হয়’ বলে আওয়াজ তোলেন। আমির প্রশ্ন করেন, ‘এখানেও চাঁদাবাজি হয়...
১ ঘণ্টা আগেরাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে হাজারীবাগ ৭/এ রোডের ৯১/কে নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়...
২ ঘণ্টা আগে