Ajker Patrika

ইইউ প্রতিনিধিদলের কাছে নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছে সিলেট বিএনপি

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৪: ৫৬
ইইউ প্রতিনিধিদলের কাছে নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছে সিলেট বিএনপি

সিলেট সফরে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছে সিলেট বিএনপি। গতকাল বুধবার দুপুরে সিলেট শহরতলির খাদিমনগরে একটি অভিজাত রিসোর্টে ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়।

বৈঠকে ইইউর নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধিদলে ছিলেন রেবেকা কক্স ও শার্লোট সুয়েবেস। আর বিএনপির পক্ষে অংশ নেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ইলেকশনের আগেই আমাদের হাজার হাজার নেতা-কর্মীকে হামলা-মামলা দিয়ে রেখেছে। সিলেট শহরেরই ৩০০ নেতা-কর্মী জেলে রয়েছেন। দেশে কোনো নির্বাচনী পরিবেশ নেই। এই নির্বাচন জনগণের কোনো প্রত্যাশা পূরণ করতে পারবে না। এই নির্বাচনে মানুষের কোনো আগ্রহ নেই। এটা শুধু আওয়ামী লীগের একটা কাউন্সিল। এ ছাড়া আমরা সিলেট অঞ্চলের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছি।’

এক প্রশ্নের জবাবে আরিফুল হক বলেন, ‘আমাদের স্থায়ী কমিটির নেতৃবৃন্দ তথ্য-প্রমাণসহ সবকিছু বলেছেন এবং দিয়েছেন। তাঁরা শুধু আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন। এ সময় তাঁরা কিছু বলেননি।’

এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমরা জনগণের প্রত্যাশা পূরণের আন্দোলন করছি। সবকিছুই বলেছি। একদলীয় নির্বাচন, আমাদের ওপর জুলুম-নির্যাতনের কথা বলেছি। আমরা এই জুলুম-নির্যাতনের কিছু উদাহরণ দেখিয়েছি এবং তাঁরাও দেখেছেন। দেশে কোনো গণতন্ত্র নেই। নিরীহ মানুষদের গ্রেপ্তার করা হচ্ছে। আদালতে গেলেও আমরা ন্যায়বিচার পাচ্ছি না, জামিনও পাচ্ছি না। তাঁরা সবকিছু শুনেছেন, নোট করেছেন। দেশের নৈরাজ্য ও মানুষের ভোট এবং নিরাপত্তার অধিকার দেওয়ার দাবি আমরা তুলে ধরেছি।’

এক প্রশ্নের জবাবে কাইয়ুম চৌধুরী বলেন, ‘আগামী ৭ জানুয়ারির নির্বাচন সাজানো ও পাতানো। বিরোধী দল জাতীয় পার্টি ও ক্ষমতাসীন সরকারের আসন ভাগাভাগির নির্বাচন। এতে জনগণের কোনো আগ্রহ নেই। এই পাতানো নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ কার কী ভূমিকা, সেটিও তুলে ধরা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত