Ajker Patrika

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১৪

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ০৯ জুন ২০২৩, ২২: ১৪
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১৪

সিলেটের দক্ষিণ সুরমায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জনেরও বেশি। আজ বুধবার ভোরে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার কুতুবপুর নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে ১১ জন ঘটনাস্থলে মারা গেছেন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। 

ঘটনাস্থল থেকে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘ঢাকা থেকে সিলেটগামী একটি আলুবোঝাই বড় ট্রাক ও দিনমজুরদের বহনকারী একটি পিকআপ মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ১১ জন মারা গেছেন। এরমধ্য একজন নারী শ্রমিক রয়েছেন।  আহত ১৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরো তিনজনের মৃত্যু হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। আহত ও নিহত সবাই দিনমজুর (নির্মাণশ্রমিক)। তাৎক্ষণিক আহত ও নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।’ 

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছেন।এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে উপপরিচালক মনিরুজ্জামানের নেতৃত্বে সিলেট ফায়ার সার্ভিসের পাঁচটি টিম ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করে। 

সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভূঞা বলেন, ‘নির্মাণশ্রমিক বহনকারী পিকআপ ওসমানীনগরের উদ্দেশে যাচ্ছিল। নাজিরবাজার এলাকার কুতুবপুরে পৌঁছালে ঢাকা থেকে সিলেটগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর শ্রমিক বহনকারী পিকআপটি সড়কের পাশে পড়ে যায় এবং বড় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ১১ জন প্রাণ হারান। আহত ১৫ জনকে হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও তিনজন মারা যান। বর্তমানের রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত