Ajker Patrika

দক্ষ জনশক্তি রপ্তানিতে কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণপ্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট
দক্ষ জনশক্তি রপ্তানিতে কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণপ্রতিমন্ত্রী

উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি রপ্তানিতে সরকার গুরুত্বসহকারে কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। 

আজ সোমবার বিকেলে জন্মভূমিতে এসে সিলেট-২ আসনের এমপি শফিকুর রহমান চৌধুরী একথা বলেন। বিমানযোগে দুই দিনের সফরে সিলেটে পৌঁছে সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। 

শফিকুর রহমান চৌধুরী আরও বলেন, দক্ষতা না থাকলে বিদেশে ভালো কাজ পাওয়া যায় না। কাজেই, কোন দেশ কি ধরনের জনশক্তি চাইছে; সেই বিষয়টি বিবেচনা করে, সংশ্লিষ্ট বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে  বিদেশে কর্মী পাঠানো হবে।

অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সমৃদ্ধ-উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে সবাই মিলে কাজ করতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্ব পালনে সচেষ্ট থাকার কথাও জানা প্রতিমন্ত্রী। 

এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা নেতারা উপস্থিত ছিলেন। পরে, শহীদ মিনারে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় আওয়ামীসহ বিভিন্ন সংগঠন ও সংস্থার প্রতিনিধিরা।

এরপর হজরত শাহজালাল ও শাহপরান (র.) মাজার জিয়ারত করেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত