শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ভমভমি এলাকায় একটি বেইলির সেতুর তিনটি পাটাতন ভেঙে খালে পড়ে গেছে। এতে সুনামগঞ্জ-জগন্নাথপুর রুটে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে সেতুটি ভেঙে পড়ে। সেতুর মেরামত শুরু হয়েছে এবং আজকের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
এ নিয়ে জানতে চাইলে সুনামগঞ্জের সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম প্রামাণিক বলেন, ‘সেতুর তিনটি পাটাতন ভেঙে খালে পড়ে গেছে। আপাতত সুনামগঞ্জ-জগন্নাথপুর রুটে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনার পরপরই সওজের লোকজন সেতুর মেরামতকাজ শুরু করেছে। আজ দিনের ভেতরেই আশা করি যান চলাচল স্বাভাবিক হবে।’
স্থানীয় বাসিন্দা রিপন আহমদ বলেন, ‘দীর্ঘদিন ধরেই সেতুটি নড়বড়ে। আজ সকালে হঠাৎ করে সেতুর তিনটি পাটাতন দেবে যায়। ফলে এই সড়কে বড় গাড়ির চলাচল বন্ধ হয়ে যায়।’
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ চৌধুরী বলেন, ‘সেতুর পাটাতন দেবে যাওয়ায় ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মোটরসাইকেল চলাচল করছে। বিষয়টি সুনামগঞ্জ সড়ক বিভাগকে জানানো হয়েছে।’
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ভমভমি এলাকায় একটি বেইলির সেতুর তিনটি পাটাতন ভেঙে খালে পড়ে গেছে। এতে সুনামগঞ্জ-জগন্নাথপুর রুটে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে সেতুটি ভেঙে পড়ে। সেতুর মেরামত শুরু হয়েছে এবং আজকের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
এ নিয়ে জানতে চাইলে সুনামগঞ্জের সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম প্রামাণিক বলেন, ‘সেতুর তিনটি পাটাতন ভেঙে খালে পড়ে গেছে। আপাতত সুনামগঞ্জ-জগন্নাথপুর রুটে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনার পরপরই সওজের লোকজন সেতুর মেরামতকাজ শুরু করেছে। আজ দিনের ভেতরেই আশা করি যান চলাচল স্বাভাবিক হবে।’
স্থানীয় বাসিন্দা রিপন আহমদ বলেন, ‘দীর্ঘদিন ধরেই সেতুটি নড়বড়ে। আজ সকালে হঠাৎ করে সেতুর তিনটি পাটাতন দেবে যায়। ফলে এই সড়কে বড় গাড়ির চলাচল বন্ধ হয়ে যায়।’
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ চৌধুরী বলেন, ‘সেতুর পাটাতন দেবে যাওয়ায় ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মোটরসাইকেল চলাচল করছে। বিষয়টি সুনামগঞ্জ সড়ক বিভাগকে জানানো হয়েছে।’
নুর নবী সরকার কালাইয়ের কিডনি বেচাকেনার দালাল চক্রের সদস্য। এ অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিডনি, অস্ত্র ও মানবপাচারসহ একাধিক মামলা চলমান।
২১ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
২ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
৩ ঘণ্টা আগে