Ajker Patrika

জৈন্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে, ২ পর্যটক নিহত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১৩: ০৬
জৈন্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে, ২ পর্যটক নিহত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী পিকআপ খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের উপজেলার বৈঠাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন ঢাকার কেরানীগঞ্জ থানার ইটাপাড়া দক্ষিণ কানারচর গ্রামের জাহাঙ্গীর (৩০) ও মোয়ামীন (২৮)।

আহতেরা হলেন কেরানীগঞ্জের মো. শাহ আলমের ছেলে মো. রিপন (২২), রাজধানীর কদমতলীর রুবেল আলম (২৮), রাজধানীর লঙ্কারচরের আলা উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৫), কেরানীগঞ্জের ইটামারা কদমতলীর বাবুলের ছেলে মিন্টু (২৫) ও নজরুল ইসলামের ছেলে মো. হোসেন (২৬)। এ ছাড়া অন্য দুজনের নাম জানা যায়নি।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের একজন জানান, তাঁরা শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারতে পিকআপ নিয়ে সিলেট আসেন। মাজার জিয়ারত শেষে সিলেট থেকে জাফলংয়ে বেড়াতে রওনা হন। পথে সিলেট-তামাবিল মহাসড়কের বৈঠাখালে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, উপজেলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম।

ইউএনও আল বশিরুল ইসলাম বলেন, ‘পর্যটকবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেটে পাঠিয়েছি। নিহতদের হাইওয়ে পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত