বানিয়াচং উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি   
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ২১: ২৭
মো. রেখাছ মিয়া। ছবি: সংগৃহীত

হত্যা মামলায় হবিগঞ্জের বনিয়াচং উপজেলা যুবলীগের সভাপতি মো. রেখাছ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সদর উপজেলার যাত্রাপাশা মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রেখাছ মিয়া যাত্রাপাশা মহল্লান মৃত লাল মোহাম্মদের ছেলে ও দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নয়জন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট বেলা ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাগরদিঘীর পশ্চিমপাড় ঈদগাহ মাঠ থেকে মিছিল বের করে। গ্যানিংগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে মিছিলকারী ৩/৪ হাজার লোক বড় বাজার শহীদ মিনারে গিয়ে জড়ো হন। পরে বিক্ষুব্ধ লোকজন মিছিল নিয়ে থানার সামনে গেলে পুলিশের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। ঘটনার সময় পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পুলিশের গুলিতে হতাহতের ঘটনা ঘটে। এতে নয়জনের মৃত্যু হয়। পরে নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ছাত্র আন্দোলনে নাইন মার্ডার মামলায় রেখাছ মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত