বিএনপির অনেকে কাউন্সিলর প্রার্থী হচ্ছেন, এটা খুশির বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৩, ১৬: ১৬
আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১৭: ৪৩

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে বিএনপির অনেক নেতা অংশ নেওয়ায় তিনি আনন্দিত। বিএনপি বলে তারা এই কমিশনের অধীনে নির্বাচন করবে না, কিন্তু তাদের দলের অনেকে কাউন্সিলর প্রার্থী হচ্ছেন, এটা খুশির বিষয়।

আজ শনিবার সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে গণমাধ্যমকর্মীদের সিলেট সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে তিনি এসব কথা বলেন।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘সিলেট সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে ৪২টি ওয়ার্ডে কাউন্সিলর পদে চার শর প্রার্থী অংশ নেবেন। এটি খুশির বিষয়, অতি উৎসাহের। আমি আরও শুনেছি, এসব প্রার্থীর এক-তৃতীয়াংশ বিএনপির লোক। আমি আনন্দিত। কারণ, বিএনপি প্রায়ই বলে, তারা এই কমিশনের অধীনে কোনো নির্বাচন করবে না।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার দলেরও কাউন্সিলর প্রার্থী আছেন। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী অত্যন্ত সৎ লোক। তাঁর কাছে যে লোক যায়, তিনি তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আশা করি, তিনি নগরবাসীর আশা পূরণ করবেন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত