জুড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ১৫: ০০
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৫: ০৮
Thumbnail image

মৌলভীবাজারের জুড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার জায়ফর নগর ইউনিয়নের ভোগতেরা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ জুলাই এবং ৩ ও ৪ আগস্ট জুড়ী শহরে কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। তিন দিনই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। বিশেষ করে ৩ আগস্ট শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মিছিল বের করলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেন। একপর্যায়ের তাঁদের হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

এ ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে ২৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তারেক মিয়া বাদী হয়ে মামলা করেন। এ মামলায় শেখরুল ইসলামকেও আসামি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত