গাইবান্ধায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ১১: ৪৯
Thumbnail image
প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইটভাঙা পাওয়ার ট্রলির ধাক্কায় জাহিদ হাসান (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সকাল ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে শহরের পশ্চিম চারমাথায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ হাসান বগুড়ার শিবগঞ্জ উপজেলার কালুগাড়ী গ্রামের সোলেমান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ উপজেলা শহর থেকে একটি ইটভাঙার পাওয়ার ট্রলি দ্রুত গতিতে গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। এ সময় ঘোড়াঘাট বাজারে থেকে একটি মোটরসাইকেল গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। পথে চার মাথায় পৌঁছালে পাওয়ার ট্রলিটি মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী জাহিদ হাসান ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পাওয়ার ট্রলিটিসহ চালক পালিয়ে যাওয়ার আটক করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে থানায় থানায় আনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত