মাধবপুরে ধর্মভিত্তিক দলের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হবিগঞ্জ প্রতিনিধি  
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ১৭: ১৩
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১৭: ২৩
মাধবপুর থানা। ফাইল ছবি

হবিগঞ্জের মাধবপুরে জায়ামাতে ইসলামীসহ কয়েকটি ধর্মভিত্তিক দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম ফয়সাল স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়।

চিঠিতে ১ থেকে ৩ নভেম্বর মাধবপুর পৌরসভার পাইলট উচ্চবিদ্যালয় মাঠ, মাধবপুর মিনি স্টেডিয়াম ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। ওই সব দিনে ওই এলাকায় কোনো পক্ষই কর্মসূচি পালন করতে পারবে না। পাঁচজনের অধিক লোকজন একসঙ্গে চলাফেরা করতে পারবে না।

এদিকে ১৪৪ ধারা ঘোষণার পর পুরো উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।   

জানা যায়, মাজার ভাঙচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে পৌরসভার মাধবপুর পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে ২ নভেম্বর সকালে মহাসমাবেশের কর্মসূচি দেয় আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা নাসিরনগর উপজেলার খান্দুরার পীর।  

অন্যদিকে একই দিন একই সময়ে পাইলট স্কুল মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাপলা চত্বর ও পিলখানায় নিহতদের স্মরণে মাহফিল ও সমাবেশের কর্মসূচি দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ওলামা পরিষদ ও উলামা সংগ্রাম পরিষদসহ আরও কয়েকটি সংগঠন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিলে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত