নিজস্ব প্রতিবেদক, সিলেট
সাবেক পৌর মেয়রসহ সিলেট-সুনামগঞ্জে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ২৭ নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। তাঁরা সবাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা ও ভাঙচুরের মামলার আসামি।
২৭ নেতা-কর্মীর মধ্যে সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাদের বখতসহ ১১ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার (২৯ ডিসেম্বর) পৃথকভাবে সিলেট-সুনামগঞ্জে স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে আদালত এই আদেশ দেন।
সুনামগঞ্জ: ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার হামলার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাদের বখতসহ পাঁচ নেতা আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট ১ম আদালতের বিচারক নির্জন মিত্র এই আদেশ দেন। এরপর আসামিদের এজলাসকক্ষ থেকে বের করে হাজতে নেওয়ার সময় বারান্দায় থাকা দলীয় কর্মী-সমর্থকেরা জয়বাংলা স্লোগান দেন।
সাবেক পৌর মেয়র নাদের বখত ছাড়াও আত্মসমর্পণ করেছেন—সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, জেলা আওয়ামী লীগ সদস্য সাহারুল ইসলাম আফজাল, জেলা ছাত্রলীগের সদস্য মসিবুর রহমান।
সুনামগঞ্জ কোর্টের পুলিশ পরিদর্শক অজয় চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করে বলেন, নাদের বখতসহ পাঁচজন আত্মসমর্পণ করেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের জন্যে আবেদন করেছিলেন। কিন্তু রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। পরে জামিন নামঞ্জুর করে আদালত তাঁদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
সিলেট: সিলেটের বিশ্বনাথে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আল হেরা শপিং সিটিতে হামলা ও ভাঙচুর মামলার ২২ আসামি আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত ১৬ জনকে জামিন ও ৬ জনকে জেলহাজতে পাঠানো নির্দেশ দেন। তাঁরা সবাই ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
আজ দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক। জেলহাজতে যাঁদের পাঠানো হয়েছে তাঁরা হলেন উপজেলা যুবলীগ নেতা রাজন আহমদ অপু ও আবুল হোসেন; উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন, ফারাবী ইমন ইসলাম, মাসুদ আহমদ রিপন ও কয়েছ আহমদ।
আর মামলায় আদালত থেকে জামিন পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক রাজন মিয়া, যুবলীগ নেতা নাসির মিয়া, ছাত্রলীগ নেতা কামরান আহমদ, পৌর আওয়ামী লীগের সদস্য ইসলাম আহমদ, আবুল মিয়া, জাকির মিয়া, আফিজ আলী, যুবলীগ নেতা জমির আলী, নাহিদ আহমদ, ছাত্রলীগের সহসভাপতি আব্দুল বাতিন, রেজা মিয়া, যুবলীগ নেতা হেলাল আহমদ, আওয়ামী লীগ নেতা রাসেল আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ছাত্রলীগ নেতা মিল্টন বর্ধন, ইমরান আহমদ।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী গোলাম ইয়াহইয়া চৌধুরী সুহেল। তিনি জানান, এ মামলায় আত্মসমর্পণ করা বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের ২২ নেতা-কর্মী জামিন চাইলে আদালত ১৬ জনকে জামিন মঞ্জুর করেন এবং ৬ জনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
সাবেক পৌর মেয়রসহ সিলেট-সুনামগঞ্জে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ২৭ নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। তাঁরা সবাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা ও ভাঙচুরের মামলার আসামি।
২৭ নেতা-কর্মীর মধ্যে সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাদের বখতসহ ১১ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার (২৯ ডিসেম্বর) পৃথকভাবে সিলেট-সুনামগঞ্জে স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে আদালত এই আদেশ দেন।
সুনামগঞ্জ: ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার হামলার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাদের বখতসহ পাঁচ নেতা আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট ১ম আদালতের বিচারক নির্জন মিত্র এই আদেশ দেন। এরপর আসামিদের এজলাসকক্ষ থেকে বের করে হাজতে নেওয়ার সময় বারান্দায় থাকা দলীয় কর্মী-সমর্থকেরা জয়বাংলা স্লোগান দেন।
সাবেক পৌর মেয়র নাদের বখত ছাড়াও আত্মসমর্পণ করেছেন—সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, জেলা আওয়ামী লীগ সদস্য সাহারুল ইসলাম আফজাল, জেলা ছাত্রলীগের সদস্য মসিবুর রহমান।
সুনামগঞ্জ কোর্টের পুলিশ পরিদর্শক অজয় চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করে বলেন, নাদের বখতসহ পাঁচজন আত্মসমর্পণ করেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের জন্যে আবেদন করেছিলেন। কিন্তু রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। পরে জামিন নামঞ্জুর করে আদালত তাঁদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
সিলেট: সিলেটের বিশ্বনাথে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আল হেরা শপিং সিটিতে হামলা ও ভাঙচুর মামলার ২২ আসামি আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত ১৬ জনকে জামিন ও ৬ জনকে জেলহাজতে পাঠানো নির্দেশ দেন। তাঁরা সবাই ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
আজ দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক। জেলহাজতে যাঁদের পাঠানো হয়েছে তাঁরা হলেন উপজেলা যুবলীগ নেতা রাজন আহমদ অপু ও আবুল হোসেন; উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন, ফারাবী ইমন ইসলাম, মাসুদ আহমদ রিপন ও কয়েছ আহমদ।
আর মামলায় আদালত থেকে জামিন পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক রাজন মিয়া, যুবলীগ নেতা নাসির মিয়া, ছাত্রলীগ নেতা কামরান আহমদ, পৌর আওয়ামী লীগের সদস্য ইসলাম আহমদ, আবুল মিয়া, জাকির মিয়া, আফিজ আলী, যুবলীগ নেতা জমির আলী, নাহিদ আহমদ, ছাত্রলীগের সহসভাপতি আব্দুল বাতিন, রেজা মিয়া, যুবলীগ নেতা হেলাল আহমদ, আওয়ামী লীগ নেতা রাসেল আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ছাত্রলীগ নেতা মিল্টন বর্ধন, ইমরান আহমদ।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী গোলাম ইয়াহইয়া চৌধুরী সুহেল। তিনি জানান, এ মামলায় আত্মসমর্পণ করা বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের ২২ নেতা-কর্মী জামিন চাইলে আদালত ১৬ জনকে জামিন মঞ্জুর করেন এবং ৬ জনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
নরসিংদীর রায়পুরায় আনাস মিয়া নামের তিন বছর বয়সী এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাতে তারাবিহ নামাজের সময় শিশুটির মা শিরিনা আক্তার (২৫) তাকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটেছে।
৬ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার কসবার পুটিয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল-আমীনের লাশ হস্তান্তর করা হয়েছে। ঘটনার প্রায় ২২ ঘণ্টা পর গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পুটিয়া সীমান্তের ২০৫০ পিলারের সামনে বিজিবির সঙ্গে পতাকা বৈঠক শেষে বিএসএফ আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।
১ ঘণ্টা আগেরংপুরের পীরগঞ্জে ২৭০ জন প্রতিবন্ধীর ৬ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা আত্মসাতের চেষ্টা চালানো হয়েছিল। পরে বিষয়টি স্থানীয় সাংবাদিকদের মধ্যে জানাজানি হলে ওই টাকা আত্মসাতে ব্যর্থ হন জড়িত ব্যক্তিরা। তবে ঘটনার চার মাসেও ভাতাভোগীরা টাকা ফেরত পাননি বলে জানা গেছে।
৯ ঘণ্টা আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার বর্জ্যব্যবস্থাপনার জমি ক্রয়ে সাবেক মেয়র গোলাম কবিরের বিরুদ্ধে ৫০ লাখ টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি মূল্যে কেনা জমির প্রকৃত মূল্য না দিয়ে জমির দাতাকে মাত্র ১০ লাখ টাকা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করা হয়।
৯ ঘণ্টা আগে