সিলেটে কোটি টাকার চোরাচালানি পণ্যসহ ২ জন আটক

সিলেট প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৭: ০৩
সিলেটে কোটি টাকার পণ্যসহ আটক ২। ছবি: সংগৃহীত

সিলেটে প্রায় কোটি টাকার চোরাচালানি পণ্যসহ দুজনকে আটক করেছে বিজিবি। আজ রোববার সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালামালসহ তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি এলাকার মো. আবুল হোসেন (২৭) ও হবিগঞ্জের নবীগঞ্জের বিলপারের মো. মনছুর চৌধুরী (২৩)।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, আটক চোরাচালানি মালামালগুলোর বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আটক দুজনকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেট সীমান্তে জব্দ বিভিন্ন পণ্য। ছবি: সংগৃহীত
সিলেট সীমান্তে জব্দ বিভিন্ন পণ্য। ছবি: সংগৃহীত

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আজ সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, শুঁটকি, বিভিন্ন ব্র্যান্ডের ক্রিম, কমলা, গরু, ফেনসিডিল উদ্ধার করা হয়। তা ছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ রসুন, মাছ, চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল, অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা এবং বিছানাকান্দি থেকে পাঁচ বোতল বিয়ারসহ দুজনকে আটক করে। জব্দ মালামালের বাজার মূল্য প্রায় সাড়ে ৯৭ লাখ টাকা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত