Ajker Patrika

বাবার ইচ্ছায় হেলিকপ্টার চড়ে বিয়ে করলেন প্রবাসী ছেলে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
বাবার ইচ্ছায় হেলিকপ্টার চড়ে বিয়ে করলেন প্রবাসী ছেলে

বাবার ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টারে চড়ে সিলেটের অভিজাত কনভেনশন হলে বিয়ে করতে গেলেন লন্ডনপ্রবাসী ছেলে। পরে নববধূকে সঙ্গে নিয়ে পুনরায় হেলিকপ্টারে নিজ বাড়িতে ফিরে আসেন প্রবাসী ওই বর। ঘটনাটি ঘটে আজ রোববার সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামে। 

বর মোহাম্মদ শাহিনুর রহমান ওই গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী লতিফুর রহমানের ছেলে। আর কনে নিশাত তাসনিম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাজকাশারা গ্রামের মোহাম্মদ আব্দুছ ছবুরের মেয়ে। 

এদিকে হেলিকপ্টারে বিয়ের আয়োজনকে ঘিরে ওই গ্রামের জনসাধারণের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থাও করা হয়।  

সুনামগঞ্জের প্রবাসী ছেলের হেলিকপ্টার চড়ে বিয়েবরের চাচা আজমল হোসেন মিটু আজকের পত্রিকাকে বলেন, ‘তিন ভাই ও দুই বোনের মধ্যে শাহিনুর সবার বড়। তাঁরা সবাই লন্ডনপ্রবাসী। তাঁর বাবার ইচ্ছে বড় ছেলের বিয়ের দিনটাকে স্মরণীয় করে রাখবেন। তাই দেশে এসে বিয়ের এ আয়োজন করেন। এ ছাড়া আমাদের পরিবারেরও আগে থেকেই ইচ্ছে ছিল বিয়ের আয়োজনটা এভাবে করার।’  

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিশৃঙ্খলা এড়াতে এবং নিরাপত্তা রক্ষায় সেখানে পুলিশ নিয়োজিত করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত