সিলেটে জমি নিয়ে বিরোধের জেরে মারামারি, বৃদ্ধ নিহত

সিলেট প্রতিনিধি
Thumbnail image

সিলেটের কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মেঘারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর ছেলে ও ভাই আহত হয়েছেন। 

নিহত বৃদ্ধের নাম আব্দুর রাজ্জাক (৬৫)। তিনি একই এলাকার বাসিন্দা। 

নিহতের স্বজন নুরুল হক জানান, দীর্ঘদিন থেকে ইমাম উদ্দিন, মইন উদ্দিন, আফতাব মিয়া, সুরুজ মিয়ার পরিবারের সঙ্গে ২ একর জমি নিয়ে বিবাদ চলছিল আব্দুর রাজ্জাক ও তাঁর পরিবারের লোকজনের। মেঘারগাঁও মৌজার এ জমি নিয়ে আদালতেও মামলা হয়েছে। আদালত থেকে তিনবার রায় পেয়েছেন আব্দুর রাজ্জাক। সবশেষ এক মাস আগে আদালত রায় দেয় আব্দুর রাজ্জাকের পক্ষে। 

নুরুল হক আরও বলেন, দীর্ঘদিন থেকেই জমির দখলে ছিলেন আব্দুর রাজ্জাক ও তাঁর পরিবার। তখন থেকেই তাঁরা জমি চাষাবাদ করে আসছেন। শুক্রবার সকালে এই জমিতে জোরপূর্বক হালচাষ করতে যান ইমাম উদ্দিনসহ তাঁর ভাই-ভাতিজারা। সকাল সাড়ে ৬টার দিকে আব্দুর রাজ্জাক তাঁর ছেলে সিরাজুল ইসলাম ও ভাই তাজুল ইসলাম চাষাবাদে বাধা দিতে যান। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। 

এতে গুরুতর আহত হয় আব্দুর রাজ্জাক, তাজুল ইসলাম ও সিরাজুল ইসলাম। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারা যান আব্দুর রাজ্জাক। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, জমি নিয়ে মারামারিতে একজন নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত