সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ৮ সিদ্ধান্তের আলোকে পরিচালিত হবে: সিসিক মেয়র আরিফ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৬: ৩৮
Thumbnail image

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার আট সিদ্ধান্তের আলোকে পরিচালিত হবে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। আজ শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পরিচালনাবিষয়ক সভায় তিনি এ কথা বলেন।

সভায় আরিফুল হক চৌধুরী বলেন, ‘কোনোভাবেই শহীদ মিনারের কোনো স্থাপনার বাণিজ্যিক ব্যবহার হবে না। কেন্দ্রীয় শহীদ মিনার আট সিদ্ধান্তের আলোকে পরিচালিত হবে। শহীদ মিনারে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ তথা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল সাংস্কৃতিক ও রাজনৈতিক কার্যক্রম যেন নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে এবং শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পবিত্রতা রক্ষায় দায়িত্ব পালন করবে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।’

সভায় সর্বসম্মতিক্রমে আগের আটটি সিদ্ধান্তের সঙ্গে নতুন দুটি বিষয় সংযোজন করা হয়েছে। নতুন সংযোজিত বিষয়গুলো হলো জাতীয় দিবসে প্রথমে বীর মুক্তিযোদ্ধারা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর রাষ্ট্রের পদমর্যাদা ক্রম (ওয়ারেন্ট অব প্রেসিডেন্ট) অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন করবেন। এ ছাড়া শহীদ মিনারে কোনো অনুষ্ঠান বা যেকোনো কার্যক্রম আয়োজনের ক্ষেত্রে সিটি করপোরেশনের পূর্বানুমতির প্রয়োজন হবে। এ ছাড়া ধর্মভিত্তিক কোনো সংগঠনকে শহীদ মিনার ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। একইভাবে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ক্ষেত্রে দীর্ঘদিন থেকে চলে আসা ক্রম অনুসরণ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, রাজনীতিবিদ বেদানন্দ ভট্টাচার্য্য, রাজনীতিবিদ সিকান্দর আলী, মো. আরিফ মিয়া, সিনিয়র সাংবাদিক আল আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী শেখ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট বিভাগীয় সমন্বয়ক শামসুল আলম সেলিম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দ, পরিচালক অনুপ কুমার দেব প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত