নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি প্রত্যাখ্যান করে ঝাড়ু মিছিল করেছেন একাংশের নেতারা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদ বঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতারা মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় নেতা-কর্মীদের হাতে ঝাড়ু নিয়ে কমিটির বিরোধী স্লোগান দিতে দেখা যায়।
নেতা-কর্মীদের অভিযোগ, কমিটিতে দলের ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয়নি। এছাড়া কমিটিতে সিনিয়র-জুনিয়র সমন্বয়ের অভাব রয়েছে। এতে করে দলের ভাবমূর্তি নষ্ট হবে। বহিষ্কৃত ও বিতর্কিতদের কমিটিতে স্থান দেওয়ায় তৃতীয় শক্তি দলের ভেতরে সুযোগ নেবে। তাই এই কমিটি প্রত্যাখ্যান করেছেন তাঁরা।
তবে বিক্ষোভকারীদের অভিযোগ অস্বীকার করে জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন আজকের পত্রিকাকে বলেন, ‘সংগঠনের গঠনতন্ত্র মেনে শীর্ষ নেতাসহ সকলের মতামতের ভিত্তিতে কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। ত্যাগী, পরীক্ষিত ও যোগ্যরা কমিটিতে স্থান পেয়েছেন। দেশের যুবকদের সর্ববৃহৎ সংগঠন যুবদল, সবাইকেতো আর খুশি করা যাবে না। দুই-একজন বিক্ষুব্ধ থাকতে পারেন। এটা ঠিক হয়ে যাবে।’
এর আগে বুধবার রাতে অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনকে সভাপতি ও মোহাম্মদ মকসুদ আহমদকে সাধারণ সম্পাদক করে ২৯১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখা এবং শাহনেওয়াজ বখত চৌধুরী তারেককে সভাপতি ও মির্জা মো. সম্রাট হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩০১ সদস্য বিশিষ্ট মহানগর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্র। ২০২২ সালের ১০ ও ১১ সেপ্টেম্বর যথাক্রমে কাউন্সিলের মাধ্যমে মোমিন-মকসুদ, শাহনেওয়াজ তারেক-মির্জা সম্রাট নির্বাচিত হলেও গত দুই বছরে কমিটি পূর্ণাঙ্গ করতে পারেননি।
বুধবার রাতেও ঘোষিত জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রত্যাখ্যান করে সিলেটে ঝাড়ু মিছিল করে যুবদলের একাংশের পদ বঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতারা।
এদিকে মহানগর সভাপতি-সম্পাদকের বিরুদ্ধেও অভিযোগ তুলছেন পদ বঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতা-কর্মীরা। তাঁদের দাবি—কমিটিতে দলের ত্যাগী নেতা কর্মীদের অবমূল্যায়ন, যুবলীগ নেতা ও বিতর্কিতদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। তবে মহানগর কমিটি প্রত্যাখ্যান বা এ নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে রাজি হননি। দুই-একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছেন।
এ বিষয়ে সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বখত চৌধুরী তারেক ও সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের মোবাইলে একাধিকবার কল করলেও তাঁরা রিসিভ করেননি।
সিলেটে জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি প্রত্যাখ্যান করে ঝাড়ু মিছিল করেছেন একাংশের নেতারা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদ বঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতারা মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় নেতা-কর্মীদের হাতে ঝাড়ু নিয়ে কমিটির বিরোধী স্লোগান দিতে দেখা যায়।
নেতা-কর্মীদের অভিযোগ, কমিটিতে দলের ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয়নি। এছাড়া কমিটিতে সিনিয়র-জুনিয়র সমন্বয়ের অভাব রয়েছে। এতে করে দলের ভাবমূর্তি নষ্ট হবে। বহিষ্কৃত ও বিতর্কিতদের কমিটিতে স্থান দেওয়ায় তৃতীয় শক্তি দলের ভেতরে সুযোগ নেবে। তাই এই কমিটি প্রত্যাখ্যান করেছেন তাঁরা।
তবে বিক্ষোভকারীদের অভিযোগ অস্বীকার করে জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন আজকের পত্রিকাকে বলেন, ‘সংগঠনের গঠনতন্ত্র মেনে শীর্ষ নেতাসহ সকলের মতামতের ভিত্তিতে কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। ত্যাগী, পরীক্ষিত ও যোগ্যরা কমিটিতে স্থান পেয়েছেন। দেশের যুবকদের সর্ববৃহৎ সংগঠন যুবদল, সবাইকেতো আর খুশি করা যাবে না। দুই-একজন বিক্ষুব্ধ থাকতে পারেন। এটা ঠিক হয়ে যাবে।’
এর আগে বুধবার রাতে অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনকে সভাপতি ও মোহাম্মদ মকসুদ আহমদকে সাধারণ সম্পাদক করে ২৯১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখা এবং শাহনেওয়াজ বখত চৌধুরী তারেককে সভাপতি ও মির্জা মো. সম্রাট হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩০১ সদস্য বিশিষ্ট মহানগর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্র। ২০২২ সালের ১০ ও ১১ সেপ্টেম্বর যথাক্রমে কাউন্সিলের মাধ্যমে মোমিন-মকসুদ, শাহনেওয়াজ তারেক-মির্জা সম্রাট নির্বাচিত হলেও গত দুই বছরে কমিটি পূর্ণাঙ্গ করতে পারেননি।
বুধবার রাতেও ঘোষিত জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রত্যাখ্যান করে সিলেটে ঝাড়ু মিছিল করে যুবদলের একাংশের পদ বঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতারা।
এদিকে মহানগর সভাপতি-সম্পাদকের বিরুদ্ধেও অভিযোগ তুলছেন পদ বঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতা-কর্মীরা। তাঁদের দাবি—কমিটিতে দলের ত্যাগী নেতা কর্মীদের অবমূল্যায়ন, যুবলীগ নেতা ও বিতর্কিতদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। তবে মহানগর কমিটি প্রত্যাখ্যান বা এ নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে রাজি হননি। দুই-একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছেন।
এ বিষয়ে সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বখত চৌধুরী তারেক ও সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের মোবাইলে একাধিকবার কল করলেও তাঁরা রিসিভ করেননি।
রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনা সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বনানীর ১৭ নম্বর সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, জুতা, পরিচয়পত্র, তালা ভাঙার সরঞ্জামাদি উদ্ধারসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
৪ মিনিট আগেমধ্যরাতে রাজশাহীর পবায় যুবদল নেতা সালাহউদ্দিন মিন্টুর বাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। দরজা ভেদ করে একটি গুলি বাড়ির ভেতরে ঢোকে। এতে আহত হন মিন্টুর বাবা আলাউদ্দিন (৬০)। গুলিটি তাঁর কোমরে লাগে। পরদিন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান তিনি।
৬ মিনিট আগেজুলাই আন্দোলনে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মেহেদি হাসানসহ তিন রাবি শিক্ষার্থীর মৃত্যুবিমা দাবি পরিশোধ করেছে জেনিথ ইসলামি লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। আজ বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের...
৮ মিনিট আগেছয় ঘণ্টা অবরোধের পর শাহবাগ ছাড়লেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টার দিকে অবরোধ প্রত্যাহার করে বিক্ষোভরত শিক্ষার্থীরা। এরপর সড়কে যান চলাচল শুরু হয়। রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ থাকায় শাহবাগসহ আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা যায়। ফলে ভোগা
১৭ মিনিট আগে