সিলেট প্রতিনিধি
৭ সপ্তাহের বকেয়া বেতন না দেওয়া এবং ১৩ মাসের প্রফিডেন্ট ফান্ডের (পিএফ) চাঁদা শ্রমিক তহবিলে জমা না দেওয়া ও বেতন ভাতা বন্ধের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন চা-শ্রমিকরা। আজ শনিবার দুপুরে লাক্কাতুরা চা বাগানের সামনে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন ন্যাশনাল টি কোম্পানির লাক্কাতুরা চা বাগানের শ্রমিকরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৭ সপ্তাহ ধরে বেতন-ভাতাদি বন্ধ রয়েছে চা-শ্রমিকদের। যার কারণে এখন কাজ বন্ধ করে আন্দোলন করছেন চা-শ্রমিকরা। বর্তমানে ন্যাশনাল টি কোম্পানির সিলেটের লাক্কাতুরা, দলদলি ও কেওয়াছড়া চা-বাগান বন্ধ রয়েছে। বেতনভাতাদি বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন চা-শ্রমিকেরা। এ কারণে তারা এখন আন্দোলন করছেন।
চা-শ্রমিক কৃষ্ণ গোয়ালা বলেন, ‘সাত সপ্তাহ ধরে আমরা বেতন পাচ্ছি না। এজন্য অবরোধ করেছি। এখনও আমাদের মালিক কিংবা কর্তৃপক্ষ কেউই আমাদের খোঁজ নিচ্ছে না যে কীভাবে আমাদের চা-শ্রমিকেরা আছে। এই ৭ সপ্তাহ বেতন-ভাতা ছাড়া আমরা বাচ্চাকাচ্চা নিয়ে কীভাবে চলছি, তা ওপরওয়ালা জানেন।’
তিনি আরও বলেন, ‘কখন আমাদের মালিকরা ৭ সপ্তাহের বেতন দিবে, এই আশায় রয়েছি। যার কারণে আজ এই আন্দোলন করছি। রাস্তায় নামার পরও কেউ যোগাযোগ করছে না আমাদের সঙ্গে। আরও ২–৩ দিন এভাবে আন্দোলন করব। যদি এর মধ্যে তারা আমাদের বেতন-ভাতা না দেন, তাহলে আমরা রাজপথে নামব।’
ন্যাশনাল টি কোম্পানির লাক্কাতুরা চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদ হাসান আজকের পত্রিকাকে জানান, ‘আমাদের টাকা না থাকায় শ্রমিকদের বেতন-ভাতা দিতে পারছি না। আমরা কৃষি ব্যাংকে লোনের জন্য আবেদন করেছি। আশা করছি, সেখান থেকে টাকা পেলে আমরা তাদের বেতনভাতাদি দিতে পারব। এখন আমাদের ফ্যাক্টরি বন্ধ রয়েছে।’
৭ সপ্তাহের বকেয়া বেতন না দেওয়া এবং ১৩ মাসের প্রফিডেন্ট ফান্ডের (পিএফ) চাঁদা শ্রমিক তহবিলে জমা না দেওয়া ও বেতন ভাতা বন্ধের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন চা-শ্রমিকরা। আজ শনিবার দুপুরে লাক্কাতুরা চা বাগানের সামনে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন ন্যাশনাল টি কোম্পানির লাক্কাতুরা চা বাগানের শ্রমিকরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৭ সপ্তাহ ধরে বেতন-ভাতাদি বন্ধ রয়েছে চা-শ্রমিকদের। যার কারণে এখন কাজ বন্ধ করে আন্দোলন করছেন চা-শ্রমিকরা। বর্তমানে ন্যাশনাল টি কোম্পানির সিলেটের লাক্কাতুরা, দলদলি ও কেওয়াছড়া চা-বাগান বন্ধ রয়েছে। বেতনভাতাদি বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন চা-শ্রমিকেরা। এ কারণে তারা এখন আন্দোলন করছেন।
চা-শ্রমিক কৃষ্ণ গোয়ালা বলেন, ‘সাত সপ্তাহ ধরে আমরা বেতন পাচ্ছি না। এজন্য অবরোধ করেছি। এখনও আমাদের মালিক কিংবা কর্তৃপক্ষ কেউই আমাদের খোঁজ নিচ্ছে না যে কীভাবে আমাদের চা-শ্রমিকেরা আছে। এই ৭ সপ্তাহ বেতন-ভাতা ছাড়া আমরা বাচ্চাকাচ্চা নিয়ে কীভাবে চলছি, তা ওপরওয়ালা জানেন।’
তিনি আরও বলেন, ‘কখন আমাদের মালিকরা ৭ সপ্তাহের বেতন দিবে, এই আশায় রয়েছি। যার কারণে আজ এই আন্দোলন করছি। রাস্তায় নামার পরও কেউ যোগাযোগ করছে না আমাদের সঙ্গে। আরও ২–৩ দিন এভাবে আন্দোলন করব। যদি এর মধ্যে তারা আমাদের বেতন-ভাতা না দেন, তাহলে আমরা রাজপথে নামব।’
ন্যাশনাল টি কোম্পানির লাক্কাতুরা চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদ হাসান আজকের পত্রিকাকে জানান, ‘আমাদের টাকা না থাকায় শ্রমিকদের বেতন-ভাতা দিতে পারছি না। আমরা কৃষি ব্যাংকে লোনের জন্য আবেদন করেছি। আশা করছি, সেখান থেকে টাকা পেলে আমরা তাদের বেতনভাতাদি দিতে পারব। এখন আমাদের ফ্যাক্টরি বন্ধ রয়েছে।’
ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ডে মহাসড়কের একাংশে বসানো হয়েছে অবৈধ অটোরিকশার স্ট্যান্ড ও বাজার। ভিআইপি চলাচলের সময় এসব উচ্ছেদ করা হলেও পরক্ষণেই তা আবার বসে যাচ্ছে। এ কারণে চার লেনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিণত হয়েছে দুই লেনে। ফলে যানজটে দুর্ভোগ চরমে পৌঁছেছে।
৬ ঘণ্টা আগেডিবি ও এনএসআই পরিচয়ে চট্টগ্রাম নগরীতে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদাবাজির অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে আজ সোমবার নগরীর লালদীঘি এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৯ ঘণ্টা আগেসুনামগঞ্জের জগন্নাথপুরে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগেগাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে নূর মোহাম্মদ নয়ন নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ১ লাখ টাকা জরিমানা করা হয়।
১০ ঘণ্টা আগে