সিলেট প্রতিনিধি
৭ সপ্তাহের বকেয়া বেতন না দেওয়া এবং ১৩ মাসের প্রফিডেন্ট ফান্ডের (পিএফ) চাঁদা শ্রমিক তহবিলে জমা না দেওয়া ও বেতন ভাতা বন্ধের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন চা-শ্রমিকরা। আজ শনিবার দুপুরে লাক্কাতুরা চা বাগানের সামনে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন ন্যাশনাল টি কোম্পানির লাক্কাতুরা চা বাগানের শ্রমিকরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৭ সপ্তাহ ধরে বেতন-ভাতাদি বন্ধ রয়েছে চা-শ্রমিকদের। যার কারণে এখন কাজ বন্ধ করে আন্দোলন করছেন চা-শ্রমিকরা। বর্তমানে ন্যাশনাল টি কোম্পানির সিলেটের লাক্কাতুরা, দলদলি ও কেওয়াছড়া চা-বাগান বন্ধ রয়েছে। বেতনভাতাদি বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন চা-শ্রমিকেরা। এ কারণে তারা এখন আন্দোলন করছেন।
চা-শ্রমিক কৃষ্ণ গোয়ালা বলেন, ‘সাত সপ্তাহ ধরে আমরা বেতন পাচ্ছি না। এজন্য অবরোধ করেছি। এখনও আমাদের মালিক কিংবা কর্তৃপক্ষ কেউই আমাদের খোঁজ নিচ্ছে না যে কীভাবে আমাদের চা-শ্রমিকেরা আছে। এই ৭ সপ্তাহ বেতন-ভাতা ছাড়া আমরা বাচ্চাকাচ্চা নিয়ে কীভাবে চলছি, তা ওপরওয়ালা জানেন।’
তিনি আরও বলেন, ‘কখন আমাদের মালিকরা ৭ সপ্তাহের বেতন দিবে, এই আশায় রয়েছি। যার কারণে আজ এই আন্দোলন করছি। রাস্তায় নামার পরও কেউ যোগাযোগ করছে না আমাদের সঙ্গে। আরও ২–৩ দিন এভাবে আন্দোলন করব। যদি এর মধ্যে তারা আমাদের বেতন-ভাতা না দেন, তাহলে আমরা রাজপথে নামব।’
ন্যাশনাল টি কোম্পানির লাক্কাতুরা চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদ হাসান আজকের পত্রিকাকে জানান, ‘আমাদের টাকা না থাকায় শ্রমিকদের বেতন-ভাতা দিতে পারছি না। আমরা কৃষি ব্যাংকে লোনের জন্য আবেদন করেছি। আশা করছি, সেখান থেকে টাকা পেলে আমরা তাদের বেতনভাতাদি দিতে পারব। এখন আমাদের ফ্যাক্টরি বন্ধ রয়েছে।’
৭ সপ্তাহের বকেয়া বেতন না দেওয়া এবং ১৩ মাসের প্রফিডেন্ট ফান্ডের (পিএফ) চাঁদা শ্রমিক তহবিলে জমা না দেওয়া ও বেতন ভাতা বন্ধের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন চা-শ্রমিকরা। আজ শনিবার দুপুরে লাক্কাতুরা চা বাগানের সামনে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন ন্যাশনাল টি কোম্পানির লাক্কাতুরা চা বাগানের শ্রমিকরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৭ সপ্তাহ ধরে বেতন-ভাতাদি বন্ধ রয়েছে চা-শ্রমিকদের। যার কারণে এখন কাজ বন্ধ করে আন্দোলন করছেন চা-শ্রমিকরা। বর্তমানে ন্যাশনাল টি কোম্পানির সিলেটের লাক্কাতুরা, দলদলি ও কেওয়াছড়া চা-বাগান বন্ধ রয়েছে। বেতনভাতাদি বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন চা-শ্রমিকেরা। এ কারণে তারা এখন আন্দোলন করছেন।
চা-শ্রমিক কৃষ্ণ গোয়ালা বলেন, ‘সাত সপ্তাহ ধরে আমরা বেতন পাচ্ছি না। এজন্য অবরোধ করেছি। এখনও আমাদের মালিক কিংবা কর্তৃপক্ষ কেউই আমাদের খোঁজ নিচ্ছে না যে কীভাবে আমাদের চা-শ্রমিকেরা আছে। এই ৭ সপ্তাহ বেতন-ভাতা ছাড়া আমরা বাচ্চাকাচ্চা নিয়ে কীভাবে চলছি, তা ওপরওয়ালা জানেন।’
তিনি আরও বলেন, ‘কখন আমাদের মালিকরা ৭ সপ্তাহের বেতন দিবে, এই আশায় রয়েছি। যার কারণে আজ এই আন্দোলন করছি। রাস্তায় নামার পরও কেউ যোগাযোগ করছে না আমাদের সঙ্গে। আরও ২–৩ দিন এভাবে আন্দোলন করব। যদি এর মধ্যে তারা আমাদের বেতন-ভাতা না দেন, তাহলে আমরা রাজপথে নামব।’
ন্যাশনাল টি কোম্পানির লাক্কাতুরা চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদ হাসান আজকের পত্রিকাকে জানান, ‘আমাদের টাকা না থাকায় শ্রমিকদের বেতন-ভাতা দিতে পারছি না। আমরা কৃষি ব্যাংকে লোনের জন্য আবেদন করেছি। আশা করছি, সেখান থেকে টাকা পেলে আমরা তাদের বেতনভাতাদি দিতে পারব। এখন আমাদের ফ্যাক্টরি বন্ধ রয়েছে।’
রাজধানীর উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নং সড়কের ৩৫ নম্বর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ
৬ ঘণ্টা আগেসেনাবাহিনীর মেজরের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ানো গুলশানের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. সোহেল রানাকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সংযুক্ত করা হয়েছে
৬ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধের ঘটনায় দুই ভাইয়ের পর বোন তাসলিমা আক্তারও (৯) মারা গেছে। চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়
৭ ঘণ্টা আগেরাজধানীর রামপুরায় চাঁদা আদায়ের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে এক লেগুনা চালককে হত্যা করা হয়েছে। তাঁর নাম হাসান হাওলাদার (২২)। এ ঘটনায় আহত হয়েছেন আরেক লেগুনা চালক নুরে আলম (২৩)
৭ ঘণ্টা আগে