ঈদের কেনাকাটা: সিলেটে নারী উদ্যোক্তাদের মেলায় ভিড়

শাকিলা ববি, সিলেট
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩, ১৭: ২৪

সিলেট নগরীর একটি কনভেনশন হলের সামনে অনেক নারীর সমাগম। কেউ পোশাক কিনছেন, কেউ বিভিন্ন গয়না দেখছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এমন দৃশ্য দেখা গেছে নগরীর সুবিদবাজার এলাকার খান প্যালেস কনভেনশন হলে। বিভিন্ন বিপণিবিতান ও শপিংমলে ঈদের কেনাকাটা তেমন জমে না উঠলেও এখানে ভিড় দেখা গেছে নারী ক্রেতাদের। 

ঈদকে সামনে খান প্যালেস কনভেনশন হলে তিন দিনব্যাপী ঈদ ফেস্টিভ্যালের আয়োজন করেছেন উদ্যোক্তা নাজিয়া চৌধুরী ও নাফিস শামস তিয়াস। গত বৃহস্পতিবার উদ্বোধন করা হয় এই আয়োজনের। গতকাল শুক্রবার দুপুর ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত চলে এই মেলা। আজ শনিবার একই সময় পর্যন্ত কেনাকাটা করা যাবে বলে জানান আয়োজক নাজিয়া চৌধুরী। 

একইভাবে সিলেট নগরীর উপশহরের রোজ ভিউ হোটেলে ১০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে বাতি ফাউন্ডেশনের আয়োজনে ‘ঈদ ফেস্টিভ্যাল ফেয়ার’ নামে আরেকটি নারী উদ্যোক্তা মেলা। ১০,১১ ও ১২ এপ্রিল দুপুর ১২টা থেকে রাত আড়াইটা পর্যন্ত চলবে মেলা। দেশের বিভিন্ন স্থান থেকে বিশিষ্ট বিক্রেতারা এই মেলায় পণ্য বিক্রি করবেন বলে জানান আয়োজনের উদ্যোক্তা শ্রাবণী বিশ্বাস প্রিয়াংকা। 

মেলা দুটিতে বিনা মূল্যে প্রবেশের সুযোগ রাখা হয়েছে। নারীদের পাশাপাশি পুরুষ ও শিশুদের পোশাক রয়েছে। 

সিলেট নগরীর সুবিদবাজার এলাকার খান প্যালেস কনভেনশন হলে নারী উদ্যোক্তাদের মেলাএদিকে রমজান মাসের ১৫ দিন পেরিয়ে গেলেও সিলেটের বিপণিবিতান ও শপিংমলগুলোতে পুরোদমে কেনাকাটা শুরু হয়নি। কিন্তু ঈদ বাজারে নারী উদ্যোক্তাদের মেলায় বেশ প্রভাব ফেলেছে। শাড়ি, কামিজ, জুতা, গয়না, প্রসাধনীসহ বিভিন্ন সামগ্রী পাওয়া যাচ্ছে মেলায়। এসব কারণে ঈদের কেনাকাটা করতে ক্রেতারাও ভিড় করছেন ঈদ ফেস্টিভ্যালে। ঈদের আগ পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় আরও কয়েকটি মেলার আয়োজন করা হবে বলে জানান বেশ কয়েকজন উদ্যোক্তা। 

গতকাল রাতে নগরীর বালুচর এলাকা থেকে দুই মেয়েকে নিয়ে সৈয়দা জেবুন্নেচ্ছা আসেন সুবিদবাজারস্থ খান প্যালেস কনভেনশন হলের মেলায়। তিনি বলেন, ‘মার্কেটের চেয়ে নারী উদ্যোক্তাদের মেলায় বেশি পণ্য থাকে। নারী উদ্যোক্তাদের পণ্যের গুণগতমান ভালো থাকে। মেলায় অনেক অনলাইন ব্যবসায়ী পণ্য নিয়ে আসেন। এখন আমরা মেয়েরা অনলাইন থেকে বেশি কেনাকাটা করি। তাই আমরা মেলায় বেশি আসতে চাই, কারণ অনলাইনের পণ্য সরাসরি দেখে কেনা যায়।’ 

ওই মেলায় আসা আরেক ক্রেতা তানহা ইসলাম বলেন, ‘নারী উদ্যোক্তাদের মেলায় এসেছি ঈদের কেনাকাটা করতে। মার্কেটের চেয়ে এখানে কেনাকাটা করতে ঝামেলা কম হয়। এখানে ভিড় আছে কিন্তু বিশৃঙ্খলা নেই। পাশাপাশি ছোটদের জন্য টেডি, টমসহ বিভিন্ন খেলার ব্যবস্থা রাখা হয়েছে। খাবারের ব্যবস্থাও আছে। তাই মার্কেট ও শপিংমলের চেয়ে নারী উদ্যোক্তাদের মেলায় কেনাকাটা করতে বেশি পছন্দ করি।’ 

সিলেট নগরীর সুবিদবাজার এলাকার খান প্যালেস কনভেনশন হলে নারী উদ্যোক্তাদের মেলাফেসবুকে সিমালিসা নামের একটি পেজে পাকিস্তানি পোশাক বিক্রি করেন দুই বান্ধবী সীমা ও লিসা। মেলায় তাঁদের একটি স্টল আছে। বিক্রি ভালো হচ্ছে জানিয়ে তাঁরা বলেন, ‘এই ধরনের মেলা আমাদের মতো নারী উদ্যোক্তা ও অনলাইন ব্যবসায়ীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ এই মেলায় আমরা পেজের বা অনলাইন ব্যবসায়ের নির্ভরযোগ্যতা দেখাতে পারি। প্রথম দিন থেকেই আমাদের বিক্রি ভালোই হচ্ছে।’ 

প্রতি বছরই দুই ঈদের আগে মেলার আয়োজন করা হয় বলে জানান আয়োজক নাজিয়া চৌধুরী। তিনি বলেন, ‘আগে দু-একজন নারী উদ্যোক্তা মেলার আয়োজন করতাম। এখন ঈদকে সামনে রেখে আরও অনেকে মেলার আয়োজন করছেন। এই মেলাগুলো নারী উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের মেলায় পোশাক, গয়না, প্রসাধনীসহ বিভিন্ন পণ্যের ৩৫টি স্টল আছে। হলের নিচতলায় খাবারের জন্য ১২টি রেস্টুরেন্ট আছে। গত মেলায় ৫০ হাজারের বেশি মানুষ পরিদর্শন করেছেন। আশা করি এবার আরও বেশি মানুষ আসবেন এবং চাহিদামতো পণ্য কিনে নিয়ে যাবেন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত