নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
সিলেট ও সুনামগঞ্জের পাশাপাশি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঝড়ের সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। আনুমানিক ৩০০ থেকে ৫০০ গ্রাম ওজনের বিশাল বিশাল সব শিলা পড়ে মানুষের ঘরের টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়। গতকাল রোববার দিবাগত রাত ১২টা ৫০ মিনিট থেকে মিনিট পাঁচেক এ শিলা বৃষ্টি হয়। এত বড় আকারের শিলা পড়তে দেখে অনেকই আতঙ্কিত হয়ে পড়েন।
উপজেলার বিভিন্ন গ্রামেই কালবৈশাখী ঝড়ের সঙ্গে এমন শিলাবৃষ্টি হয়। এতে বিভিন্ন জায়গায় ঘরবাড়ির টিন ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া শিলা পড়ে বাউসা ইউনিয়নে একটি সিএনজিচালিত অটোরিকশার কাচ ভেঙে গেছে। এদিকে ঝড়ে পৌর এলাকার বিভিন্ন বাড়ির ওপর গাছের ডাল ভেঙে পড়েছে।
গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের বাসিন্দা আশিউর্ধ আব্দুল আজিজ বলেন, বয়স অনেক হলো, গত ৮০ বছরে এইরকম শিলাবৃষ্টি দেখিনি, একেকটা শিলার ওজন অনুমান করেছি ৩০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম হবে। প্রচণ্ড শব্দে মনে হয়েছিল ঘরের টিন ছিদ্র হয়ে যাচ্ছে। আল্লাহ সবাইকে হেফাজত করছেন।
রাজনগর গ্রামের বাসিন্দা অলিউর রহমান অলি বলেন, ঝড়ের সঙ্গে শিলা বৃষ্টি শুরু হয়। বৃষ্টি কমার পর হাতে নিয়ে অনুমান করি, ওজন হবে আধা কেজি।
নবীগঞ্জ শহরের বাসিন্দা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সায়েদ আহমদ বলেন, ‘এমন ভয়াবহ তাণ্ডব আগে দেখিনি। হঠাৎ ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি। সত্যিই মুহূর্তটা ভয়ংকর ছিল। পরিবারের সবাইকে নিয়ে আতঙ্কে ছিলাম। আমার নিজের বাসা ও আশপাশের অনেক বাসায় গাছপালা ভেঙে পড়েছে।’
সিলেট ও সুনামগঞ্জের পাশাপাশি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঝড়ের সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। আনুমানিক ৩০০ থেকে ৫০০ গ্রাম ওজনের বিশাল বিশাল সব শিলা পড়ে মানুষের ঘরের টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়। গতকাল রোববার দিবাগত রাত ১২টা ৫০ মিনিট থেকে মিনিট পাঁচেক এ শিলা বৃষ্টি হয়। এত বড় আকারের শিলা পড়তে দেখে অনেকই আতঙ্কিত হয়ে পড়েন।
উপজেলার বিভিন্ন গ্রামেই কালবৈশাখী ঝড়ের সঙ্গে এমন শিলাবৃষ্টি হয়। এতে বিভিন্ন জায়গায় ঘরবাড়ির টিন ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া শিলা পড়ে বাউসা ইউনিয়নে একটি সিএনজিচালিত অটোরিকশার কাচ ভেঙে গেছে। এদিকে ঝড়ে পৌর এলাকার বিভিন্ন বাড়ির ওপর গাছের ডাল ভেঙে পড়েছে।
গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের বাসিন্দা আশিউর্ধ আব্দুল আজিজ বলেন, বয়স অনেক হলো, গত ৮০ বছরে এইরকম শিলাবৃষ্টি দেখিনি, একেকটা শিলার ওজন অনুমান করেছি ৩০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম হবে। প্রচণ্ড শব্দে মনে হয়েছিল ঘরের টিন ছিদ্র হয়ে যাচ্ছে। আল্লাহ সবাইকে হেফাজত করছেন।
রাজনগর গ্রামের বাসিন্দা অলিউর রহমান অলি বলেন, ঝড়ের সঙ্গে শিলা বৃষ্টি শুরু হয়। বৃষ্টি কমার পর হাতে নিয়ে অনুমান করি, ওজন হবে আধা কেজি।
নবীগঞ্জ শহরের বাসিন্দা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সায়েদ আহমদ বলেন, ‘এমন ভয়াবহ তাণ্ডব আগে দেখিনি। হঠাৎ ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি। সত্যিই মুহূর্তটা ভয়ংকর ছিল। পরিবারের সবাইকে নিয়ে আতঙ্কে ছিলাম। আমার নিজের বাসা ও আশপাশের অনেক বাসায় গাছপালা ভেঙে পড়েছে।’
অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
২ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
২ ঘণ্টা আগেচট্টগ্রামে অবৈধ বসতি উচ্ছেদ করে প্রায় এক একর পাহাড়ি জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার নগরীর আকবরশাহ উত্তর লেকসিটি, সুপারিবাগান ও ইসলামাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে এসব বসতি উচ্ছেদ করা হয়।
৩ ঘণ্টা আগে