ধানখেতে পড়ে ছিল যুবকের লাশ, শরীরে আঘাতের চিহ্ন

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ০৪
Thumbnail image

হবিগঞ্জের বাহুবলে ধানখেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার লামাতাশি ইউনিয়নের রামপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। 

মৃত যুবকের নাম মাসুক মিয়া (৩২)। তিনি বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের জিতু মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, রামপুর গ্রামের রমেশ বাবু নামের এক ব্যক্তি ধান খেতে সার দিতে গিয়ে লাশটি পড়ে থাকতে দেখেন। তিনি বিষয়টি স্থানীয়দের জানালে তাঁরা ওয়ার্ড সদস্যকে পুলিশকে খবর দেন। পরে বাহুবল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

স্থানীয়দের ধারণা, মাসুক মিয়াকে দুই-তিন দিন আগে হত্যা করে ধাখেতে ফেলে রেখে যাওয়া হয়েছে, কারণ লাশ পচে ফুলে দুর্গন্ধ ছড়াচ্ছিল। 

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। 

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র এএসপি আবুল খয়ের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত