Ajker Patrika

রাস্তায় গাছ ফেলে ৪ ছিনতাইকারীকে আটক করল জনতা 

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ০৪
রাস্তায় গাছ ফেলে ৪ ছিনতাইকারীকে আটক করল জনতা 

সিলেটের গোলাপগঞ্জে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় চার ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ধারাবহর গ্রামের গোলাপগঞ্জ-ঢাকা দক্ষিণ সড়কে রাস্তায় গাছ ফেলে তাঁদের আটক করা হয়। 

এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই করা একটি মোবাইল ফোন ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। পরে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগ রাজাপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক লায়েক আহমদ (১৯), একই গ্রামের মারুফ মিয়ার ছেলে আজমান মিয়া (২০), আশুক আলীর ছেলে সানি (১৮) ও রাজু আহমদের ছেলে রিপন (১৯)। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ধারাবহর গ্রামের প্রতাপ চন্দ্র নাথ নামের যুবক ফোনে কথা বলতে বলতে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন দিক দিয়ে আসা সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিনতাইকারীরা খামচি মেরে তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ধারাবহর একমাইল বাজার দিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে। এ সময় প্রতাপ অন্যজনের ফোন দিয়ে কল করে একমাইল বাজারের একজন ব্যবসায়ীকে বিষয়টি জানালে তাঁরা রাস্তায় গাছ ফেলে অটোরিকশাসহ ছিনতাইকারীদের আটক করেন। 

খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা-পুলিশ ও ভাদেশ্বর মোকামবাজার সিএনজি অটোরিকশা সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থলে যান এবং পুলিশ ছিনতাইকারীদের আটক করে থানায় নিয়ে যায়। 

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আব্দুন নাসের বলেন, ছিনতাইকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রেকর্ড করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলাচ্ছে বিসিএসের সিলেবাস

আত্মীয়দেরই শুধু চেনেন প্রকৌশলী রাশেদুল

জাবি শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ: ৯ শিক্ষক বরখাস্ত, উপাচার্যের পেনশন বাতিল

বাংলাদেশের হিন্দুদের নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র

সংখ্যালঘু নিয়ে মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যের প্রতিবাদ জানাল সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত