‘অল্প সময়ে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে আজকের পত্রিকা’

নিজস্ব প্রতিবেদক, সিলেট
Thumbnail image

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও কেক কাটায় অংশ নেন জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যম-সংস্কৃতিকর্মী ও সুধীজন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে অল্প সময়ে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে আজকের পত্রিকা। আগামী দিনেও মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের পতাকা, স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে সংবাদ পরিবেশন অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা। 

এর আগে নগরের চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অতিথিদের স্বাগত জানান আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক (সিলেট) ইয়াহইয়া মারুফ। 

শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা জিন্দাবাজার কবি নজরুল একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে অতিথিরা কবি নজরুল একাডেমিতে কেক কেটে আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন। 

দলীয় কর্মসূচির জন্য ঢাকায় থাকায় সিলেট সিটি করপোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী ও যুক্তরাজ্য সফরে থাকায় নবনির্বাচিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী মুঠোফোনে ও ভিডিও বার্তায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। 

অনুষ্ঠানে অংশ নেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান  নাসির উদ্দিন খান, মহানগর সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ, মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, উপকমিশনার (দক্ষিণ) সোহেল রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মো. সেলিম, সিলেট বেতারের সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি শামসুল আলম সেলিম, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের সাধারণ সম্পাদক গোলজার আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, প্রথম আলোর সিলেট ব্যুরোপ্রধান সুমনকুমার দাশ, জেলা প্রেসক্লাবের সহসভাপতি সাঈদ চৌধুরী টিপু, সিলেট প্রেসক্লাবের সাবেক সহসাধারণ সম্পাদক ইয়াহ্ইয়া ফজল, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ, জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার মো. ফয়জুল আহমেদ, বাউল-গীতিকার ও কণ্ঠশিল্পী বশির উদ্দিন সরকার, সাবেক ছাত্রনেতা সোহেল আহমদ, একাত্তর টেলিভিশনের রিপোর্টার সাকিব আহমদ মিঠু, সময় টেলিভিশনে রিপোর্টার শাহ শরিফ উদ্দিন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি বাপ্পা মৈত্র, একাত্তরের কথার স্টাফ রিপোর্টার জয়ন্ত কুমার দাশ, আজকের পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি আবিদুর রহমান, গোয়াইনঘাট প্রতিনিধি মিনহাজ মির্জা, বিশ্বনাথ প্রতিনিধি জামাল মিয়া, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তানভীর হাসান, দৈনিক সিলেটের ডাকের ক্যাম্পাস প্রতিনিধি লবিব আহমদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত