Ajker Patrika

চাঁদাবাজির প্রতিবাদে সুনামগঞ্জে আন্তজেলা বাস ধর্মঘট

সুনামগঞ্জ প্রতিনিধি
চাঁদাবাজির প্রতিবাদে সুনামগঞ্জে আন্তজেলা বাস ধর্মঘট

সড়ক পথে চাঁদাবাজির প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে সুনামগঞ্জ শ্রমিক ইউনিয়ন। আজ রোববার সকাল থেকে সুনামগঞ্জে থেকে ঢাকা, চট্টগ্রামসহ দেশের কোথাও বাস ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সুনামগঞ্জে ঘুরতে আসা পর্যটক ও সাধারণ মানুষ। 

সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন, সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া আন্তজেলা বাসগুলো সিলেটের বাইপাস সড়কে শ্রমিক ইউনিয়নের নাম ব্যবহার করে কিছু চাঁদাবাজ জোর করে গাড়ি প্রতি ৫০ টাকা করে আদায় করে। গত ১ সেপ্টেম্বর থেকে এই চাঁদাবাজি শুরু হয়েছে। বাস চালকসহ শ্রমিকদের পক্ষ থেকে বিষয়টি সিলেটের শ্রমিক ইউনিয়নের নেতাদের জানানো হয়। তারা বিষয়টি দেখার আশ্বাস দিলেও শনিবার পর্যন্ত চাঁদাবাজি বন্ধ হয়নি। 

নেতারা বলেন, বিষয়টি সুনামগঞ্জের পুলিশ সুপার, সিলেট বিভাগের ডিআইজিসহ আইন প্রয়োগকারী সংস্থার কর্তা ব্যক্তিদের জানানো হয়। কিন্তু কোনো কিছুতেই চাঁদাবাজি বন্ধ হয়নি। উল্টো চাঁদাবাজেরা বিভিন্ন জায়গায় নালিশ করায় বাইপাস সড়কে বাস গেলেই শ্রমিকদের মারপিট করে। এই অবস্থায় আন্তজেলা বাস শ্রমিকেরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। হয়রানি চাঁদাবাজি বন্ধ না হলে এই ধর্মঘটের অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তাঁরা। 

সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক বলেন, ‘আমরা প্রশাসনের কাছে বারবার স্মারকলিপিসহ আবেদন দিয়ে আসছি। তাতেও সাড়া পাইনি।’ তিনি জানান, সিলেটের পরিবহন শ্রমীকর সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া আন্তজেলা সকল বাসের কাছ থেকে প্রতিদিন চাঁদা আদায় করছে। চাঁদা না দিলে শ্রমিকদের নির্যাতনও করছে বলে অভিযোগ করেন তিনি। 

বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পর্যটক ও সাধারণ মানুষঅন্যদিকে সুনামগঞ্জের পর্যটন এলাকা টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা পর্যটকেরা পড়েছেন চরম ভোগান্তিতে। অনেকেই জানত না পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটক সৃজন আহমদ একটি বাস কাউন্টারে বসে আছেন বাসের অপেক্ষায়। তিনি ক্ষোভ প্রকাশ বলেন, ‘হঠাৎ করে এই ধর্মঘট আমরা জানিই না। আমরা তো দুদিনের জন্য এসেছিলাম। এখন যাওয়ার সময় বাস বন্ধ। আমরা হিসেব করেই টাকা নিয়ে এসেছি। থাকতে গেলে তো আমরা সমস্যায় পরে যাব।’ 

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সেরমস্তপুর গ্রামের আব্দুল জলিল বলেন, ‘আমি প্রবাসী আগামীকাল ঢাকায় করোনা টেস্ট করিয়ে পরের দিন ফ্লাইট। এখন বাস বন্ধ। এ দিকে আমার ভিসার মেয়াদও আছে আর পাঁচ দিন।’ 

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি পরিবহন নেতাদের সাথে বসেছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি। আর কেউ চাঁদাবাজি করলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ‘আমি সিলেট এর পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেছি। সেখানে পুলিশ মোতায়েন থাকবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত