সিলেট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনন্দ মিছিলে হামলায় সুমন মিয়া (২০) নামের এক তরুণ নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালসহ ৬৭ জনের নাম উল্লেখ করে ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
আজ মঙ্গলবার সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলাটি দায়ের করেছেন নিহতের বাবা আব্দুন নুর বিলাল। তিনি গোয়াইনঘাটের মাতুরতল বাজার এলাকার ফেনাইকোনা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পরদিন গোয়াইনঘাটের মাতুরতল বাজার এলাকার সোনারহাট বিজিবি ক্যাম্পের সামনে আনন্দ মিছিল বের হয়। এ সময় হামলা ও গুলি চালালে নিহত হন সুমন।
মামলার আবেদন আমলে নিয়ে গোয়াইনঘাট থানাকে এফআইআর করার নির্দেশে দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মো. খোরশেদ আলম।
মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া উল্লেখযোগ্য আসামিরা হলেন—সাবেক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সিলেট-৪ আসনের সাবেক এমপি ও সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান ইমাম উদ্দিন সাদেক ও ঘটনার সময়ের গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম।
এ ছাড়া মামলায় কয়েকজন বিজিবি সদস্যকে আসামি করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, গত ৬ আগস্ট সন্ধ্যায় শেখ হাসিনার পতনের পর বিজয় মিছিল করতে গেলে গোয়াইনঘাটের ২ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের মাতুরতল বাজারের সোনারহাট বিজিবি ক্যাম্পের সামনে ছাত্রজনতার ওপর হামলার ঘটনা ঘটে। এতে সুমন মিয়া গুরুতর আহত হন। পরে হাসপাতাল যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনন্দ মিছিলে হামলায় সুমন মিয়া (২০) নামের এক তরুণ নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালসহ ৬৭ জনের নাম উল্লেখ করে ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
আজ মঙ্গলবার সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলাটি দায়ের করেছেন নিহতের বাবা আব্দুন নুর বিলাল। তিনি গোয়াইনঘাটের মাতুরতল বাজার এলাকার ফেনাইকোনা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পরদিন গোয়াইনঘাটের মাতুরতল বাজার এলাকার সোনারহাট বিজিবি ক্যাম্পের সামনে আনন্দ মিছিল বের হয়। এ সময় হামলা ও গুলি চালালে নিহত হন সুমন।
মামলার আবেদন আমলে নিয়ে গোয়াইনঘাট থানাকে এফআইআর করার নির্দেশে দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মো. খোরশেদ আলম।
মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া উল্লেখযোগ্য আসামিরা হলেন—সাবেক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সিলেট-৪ আসনের সাবেক এমপি ও সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান ইমাম উদ্দিন সাদেক ও ঘটনার সময়ের গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম।
এ ছাড়া মামলায় কয়েকজন বিজিবি সদস্যকে আসামি করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, গত ৬ আগস্ট সন্ধ্যায় শেখ হাসিনার পতনের পর বিজয় মিছিল করতে গেলে গোয়াইনঘাটের ২ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের মাতুরতল বাজারের সোনারহাট বিজিবি ক্যাম্পের সামনে ছাত্রজনতার ওপর হামলার ঘটনা ঘটে। এতে সুমন মিয়া গুরুতর আহত হন। পরে হাসপাতাল যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নুর নবী সরকার কালাইয়ের কিডনি বেচাকেনার দালাল চক্রের সদস্য। এ অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিডনি, অস্ত্র ও মানবপাচারসহ একাধিক মামলা চলমান।
৬ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
২ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
৩ ঘণ্টা আগে