সুনামগঞ্জ প্রতিনিধি
বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন হাওর ভরে উঠছে। এ ছাড়া ভারতের চেরাপুঞ্জিতে অব্যাহত বৃষ্টির কারণে সীমান্ত নদীগুলো দিয়ে ধেয়ে আসছে পানি। এতে সুরমাসহ জাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে বাড়ছে পানি। এ কারণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
এদিকে আজ সোমবার বেলা ৩টা পর্যন্ত সুরমা নদীর ছাতক পয়েন্টে দিয়ে পানি বেড়ে বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়।
সুনামগঞ্জের পাউবো থেকে জানা গেছে, গতকাল রোববার সকাল ৯টা থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত ভারতের চেরাপুঞ্জিতে ২২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় দেশের উজানে ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে সুনামগঞ্জের নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে। এতে জেলার কয়েকটি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানান পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। তবে এই পানি বেশি দিন স্থায়ী হবে না বলে জানান তিনি।
টানা বৃষ্টি হওয়ায় সুনামগঞ্জবাসীর মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে। নিম্নআয়ের মানুষ অসল সময় পার করছেন। বিশেষভাবে ভারী বৃষ্টিপাতের জন্য খেটে খাওয়া মানুষ কাজ পাচ্ছেন না। শহরের তেঘরিয়া এলাকার দোকানি মিজানুর রহমান বলেন, ‘চার দিন থেকে আমাদের এদিকে এত পরিমাণ বৃষ্টির জন্যে দোকানে ক্রেতা নেই, খুব কম বেচাকেনা হচ্ছে।’
সিলেট পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী বলেন, ‘পাহাড়ি ঢলে ও সুনামগঞ্জের নদীগুলোর পানি বাড়া অব্যাহত আছে, পানি বেড়ে ছাতক পয়েন্ট দিয়ে বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে জেলার বড় হাওরগুলো এখন খালি থাকায় প্লাবিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।’ হাওরগুলো ভরে গেলে আর এই বৃষ্টি অব্যাহত থাকলে প্লাবনের আশঙ্কা রয়েছে বলে জানান প্রবীর কুমার।
বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন হাওর ভরে উঠছে। এ ছাড়া ভারতের চেরাপুঞ্জিতে অব্যাহত বৃষ্টির কারণে সীমান্ত নদীগুলো দিয়ে ধেয়ে আসছে পানি। এতে সুরমাসহ জাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে বাড়ছে পানি। এ কারণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
এদিকে আজ সোমবার বেলা ৩টা পর্যন্ত সুরমা নদীর ছাতক পয়েন্টে দিয়ে পানি বেড়ে বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়।
সুনামগঞ্জের পাউবো থেকে জানা গেছে, গতকাল রোববার সকাল ৯টা থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত ভারতের চেরাপুঞ্জিতে ২২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় দেশের উজানে ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে সুনামগঞ্জের নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে। এতে জেলার কয়েকটি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানান পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। তবে এই পানি বেশি দিন স্থায়ী হবে না বলে জানান তিনি।
টানা বৃষ্টি হওয়ায় সুনামগঞ্জবাসীর মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে। নিম্নআয়ের মানুষ অসল সময় পার করছেন। বিশেষভাবে ভারী বৃষ্টিপাতের জন্য খেটে খাওয়া মানুষ কাজ পাচ্ছেন না। শহরের তেঘরিয়া এলাকার দোকানি মিজানুর রহমান বলেন, ‘চার দিন থেকে আমাদের এদিকে এত পরিমাণ বৃষ্টির জন্যে দোকানে ক্রেতা নেই, খুব কম বেচাকেনা হচ্ছে।’
সিলেট পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী বলেন, ‘পাহাড়ি ঢলে ও সুনামগঞ্জের নদীগুলোর পানি বাড়া অব্যাহত আছে, পানি বেড়ে ছাতক পয়েন্ট দিয়ে বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে জেলার বড় হাওরগুলো এখন খালি থাকায় প্লাবিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।’ হাওরগুলো ভরে গেলে আর এই বৃষ্টি অব্যাহত থাকলে প্লাবনের আশঙ্কা রয়েছে বলে জানান প্রবীর কুমার।
বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার হাট-বাজার ইজারা কার্যক্রম প্রস্তুত করতে গিয়ে শিডিউল জমাই দিতে পারেনি ঠিকাদারেরা। স্থানীয় বিএনপির একটি পক্ষ উপজেলার ২০টি হাট-বাজারের শিডিউল প্রস্তুত প্রক্রিয়ায় নামে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তারা।
৭ ঘণ্টা আগেবিভাগীয় শহর রংপুরে গত দেড় দশকে মানুষের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে তিন বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও তা কাজে আসছে না।
৭ ঘণ্টা আগেএককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
৭ ঘণ্টা আগেবিশাল সমুদ্রসৈকত। তারই এক পাশের মাটি কেটে বানানো হচ্ছে বাড়ি। কেউ আবার বাড়ির আদলে পুকুর কেটে রেখেছে। অনেকে মাটি কেটে নিজেদের সীমানা তৈরি করেছে। গত ৫ আগস্ট রাজনীতির পটপরিবর্তনের পর পর্যটন সম্ভাবনাময় এলাকা নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ সৈকতের চিত্র এটি। সেখানে চলছে সৈকতের জায়গা দখলের
৭ ঘণ্টা আগে