ঢলের পানি যাচ্ছে হাওরে, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ২০: ২৬

বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন হাওর ভরে উঠছে। এ ছাড়া ভারতের চেরাপুঞ্জিতে অব্যাহত বৃষ্টির কারণে সীমান্ত নদীগুলো দিয়ে ধেয়ে আসছে পানি। এতে সুরমাসহ জাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে বাড়ছে পানি। এ কারণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

এদিকে আজ সোমবার বেলা ৩টা পর্যন্ত সুরমা নদীর ছাতক পয়েন্টে দিয়ে পানি বেড়ে বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। 

সুনামগঞ্জের পাউবো থেকে জানা গেছে, গতকাল রোববার সকাল ৯টা থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত ভারতের চেরাপুঞ্জিতে ২২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 

আগামী ২৪ ঘণ্টায় দেশের উজানে ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে সুনামগঞ্জের নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে। এতে জেলার কয়েকটি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানান পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। তবে এই পানি বেশি দিন স্থায়ী হবে না বলে জানান তিনি। 

টানা বৃষ্টি হওয়ায় সুনামগঞ্জবাসীর মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে। নিম্নআয়ের মানুষ অসল সময় পার করছেন। বিশেষভাবে ভারী বৃষ্টিপাতের জন্য খেটে খাওয়া মানুষ কাজ পাচ্ছেন না। শহরের তেঘরিয়া এলাকার দোকানি মিজানুর রহমান বলেন, ‘চার দিন থেকে আমাদের এদিকে এত পরিমাণ বৃষ্টির জন্যে দোকানে ক্রেতা নেই, খুব কম বেচাকেনা হচ্ছে।’ 

সিলেট পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী বলেন, ‘পাহাড়ি ঢলে ও সুনামগঞ্জের নদীগুলোর পানি বাড়া অব্যাহত আছে, পানি বেড়ে ছাতক পয়েন্ট দিয়ে বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে জেলার বড় হাওরগুলো এখন খালি থাকায় প্লাবিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।’ হাওরগুলো ভরে গেলে আর এই বৃষ্টি অব্যাহত থাকলে প্লাবনের আশঙ্কা রয়েছে বলে জানান প্রবীর কুমার।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত