জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো ধানের চারা রোপণের ধুম পড়েছে। ঘন কুয়াশা ও কনকনে শীত উপেক্ষা করে ফসলের মাঠে রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।
হাওর ঘুরে দেখা গেছে, উপজেলার সর্ববৃহৎ নলুয়ার হাওর ও মইয়ার হাওরজুড়ে বোরো আবাদে মাঠে কাজ করছেন কৃষক ও শ্রমিকেরা। কেউ বীজতলা থেকে চারা তুলে জমিতে রোপণ করছেন, আবার কেউ জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করছেন।
কৃষকেরা জানান, নলুয়া হাওরসহ এই উপজেলার ছোট-বড় ১৫টি হাওরে চারা রোপণের কাজ চলছে। হাওরের মাঠগুলো বর্তমানে কৃষকের পদচারণে মুখর হয়ে উঠেছে। খেতে খেতে চলছে চারা রোপণের উৎসব।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, জগন্নাথপুরে এ বছর ২০ হাজার ৪২৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মইয়ার হাওরের কৃষক সুলতান মিয়া বলেন, ‘বোরো চাষাবাদের উপযুক্ত সময় এখন। ঘন কুয়াশা ও প্রচণ্ড শীতের মধ্যেও ভোর থেকে বিকেল পর্যন্ত কাদাপানির মধ্যে খেতে কাজ করতে হয়। কারণ বোরো আমাদের এক ফসলি। এ ফসল থেকে সারা বছরের খাদ্যের জোগানের ব্যবস্থা করতে হয়।’
একই হাওরের নারিকেলতলা গ্রামের বাসিন্দা কৃষক টুনু মিয়া বলেন, ‘পৌষ থেকে মাঘ মাস পর্যন্ত বোরো চাষাবাদে আমরা কৃষক পরিবারের লোকজন হাওরে ব্যস্ত থাকি। এ সময় আবাদের জন্য জমির মাঠ প্রস্তুত করা ছাড়াও বীজতলা থেকে চারা তুলে রোপণ করতে হয়। এবার হাওরে প্রয়োজনীয় পানি থাকায় কৃষকদের সুবিধা হচ্ছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, এ বছর ৯৪৫ হেক্টরে বীজতলা তৈরি করা হয়েছে। এর মধ্যে ২৩০ হেক্টরের চারা উত্তোলন করা হয়েছে। প্রতিদিনই রোপণের কাজ চলছে। হাওরে পানির সংকট নেই। তবে বৃষ্টি হলে বোরোর পাশাপাশি অন্যান্য কৃষি ফসলের খুবই উপকার হবে।
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো ধানের চারা রোপণের ধুম পড়েছে। ঘন কুয়াশা ও কনকনে শীত উপেক্ষা করে ফসলের মাঠে রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।
হাওর ঘুরে দেখা গেছে, উপজেলার সর্ববৃহৎ নলুয়ার হাওর ও মইয়ার হাওরজুড়ে বোরো আবাদে মাঠে কাজ করছেন কৃষক ও শ্রমিকেরা। কেউ বীজতলা থেকে চারা তুলে জমিতে রোপণ করছেন, আবার কেউ জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করছেন।
কৃষকেরা জানান, নলুয়া হাওরসহ এই উপজেলার ছোট-বড় ১৫টি হাওরে চারা রোপণের কাজ চলছে। হাওরের মাঠগুলো বর্তমানে কৃষকের পদচারণে মুখর হয়ে উঠেছে। খেতে খেতে চলছে চারা রোপণের উৎসব।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, জগন্নাথপুরে এ বছর ২০ হাজার ৪২৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মইয়ার হাওরের কৃষক সুলতান মিয়া বলেন, ‘বোরো চাষাবাদের উপযুক্ত সময় এখন। ঘন কুয়াশা ও প্রচণ্ড শীতের মধ্যেও ভোর থেকে বিকেল পর্যন্ত কাদাপানির মধ্যে খেতে কাজ করতে হয়। কারণ বোরো আমাদের এক ফসলি। এ ফসল থেকে সারা বছরের খাদ্যের জোগানের ব্যবস্থা করতে হয়।’
একই হাওরের নারিকেলতলা গ্রামের বাসিন্দা কৃষক টুনু মিয়া বলেন, ‘পৌষ থেকে মাঘ মাস পর্যন্ত বোরো চাষাবাদে আমরা কৃষক পরিবারের লোকজন হাওরে ব্যস্ত থাকি। এ সময় আবাদের জন্য জমির মাঠ প্রস্তুত করা ছাড়াও বীজতলা থেকে চারা তুলে রোপণ করতে হয়। এবার হাওরে প্রয়োজনীয় পানি থাকায় কৃষকদের সুবিধা হচ্ছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, এ বছর ৯৪৫ হেক্টরে বীজতলা তৈরি করা হয়েছে। এর মধ্যে ২৩০ হেক্টরের চারা উত্তোলন করা হয়েছে। প্রতিদিনই রোপণের কাজ চলছে। হাওরে পানির সংকট নেই। তবে বৃষ্টি হলে বোরোর পাশাপাশি অন্যান্য কৃষি ফসলের খুবই উপকার হবে।
জাল কার্যাদেশ এবং অবৈধ ব্যাংক গ্যারান্টি প্রদানের মাধ্যমে ১৭৬ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে দায়ের করা মামলায় এবি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম আহমেদ চৌধুরীসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।
২৬ মিনিট আগেকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সরকারি জায়গা দখল করে নির্মিত ১২টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপাড়া এলাকার কুমিল্লা-মিরপুর সড়কের পাশে জেলা প্রশাসনের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগেদিনাজপুরের নবাবগঞ্জে জুলাই-আগস্ট আন্দোলনে নিহত আশিকুল ইসলামের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের নরহরিপুর গ্রামের নিজ পারিবারিক কবরস্থান থেকে আশিকুলের লাশ তোলা হয়।
১ ঘণ্টা আগেপুব আকাশে উঁকি দিয়েছে সূর্য। ভোরের আলো ফুটতেই একের পর এক টাটকা সবজি বহনকারী ইঞ্জিনচালিত নৌকা ভিড়তে শুরু করেছে গাজীপুরের শ্রীপুরের শীতলক্ষ্যা নদীর তীরে। সাড়ে ৪০০ বছরের প্রাচীন বরমী বাজার ঘাট এটি। যেখানে দুই ঘণ্টায় বিক্রি হয় কয়েক লাখ টাকার শাকসবজি।
২ ঘণ্টা আগে