নিখোঁজের ২ দিন পর হাওরে মিলল শিক্ষিকার মরদেহ, ব্যাগে বিষের বোতল

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ মে ২০২৪, ২৩: ১৩
Thumbnail image

হবিগঞ্জের লাখাই উপজেলার হাওর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিবন রাণী দাশের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ রোববার বেলা ৩টার দিকে উপজেলার ভরপূর্ণি গ্রামের পাশে একটি হাওর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, রিবন রুপা দাশের ব্যাগে তিনটি কীটনাশকের বোতল পাওয়া গেছে। এর মধ্যে একটি বোতলর অর্ধেক খালি। পুলিশের ধারণা, তিনি হয়তো অর্ধেক বোতল বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।

রিবন রাণী দাশ ভরপূর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বামৈ মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের প্রভাষক অজয় দাশের স্ত্রী। তার দুটি ছেলে সন্তান রয়েছে। 

রিবন রাণী দাশ। ছবি: সংগৃহীতলাখাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক দাম আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার হবিগঞ্জ শহরের বাসা থেকে বাবার বাড়ি মৌলভীবাজারে যাওয়ার জন্য বের হন। কিন্তু তিনি সেখানে যাননি। দুইদিন ধরে নিখোঁজের পর আজ রোববার বেলা ৩টায় তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সঙ্গে একটি ব্যাগে কাপড়-চোপড়ের সঙ্গে তিনটি বিষের বোতল পাওয়া গেছে। একটি বোতলের অর্ধেক খালি অবস্থায় রয়েছে। শরীরেও আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর  কারণ বুঝা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত