সিলেটে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির ৩ নেতার শাস্তি

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১৯: ৫৩
Thumbnail image

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিলেটের ওসমানীনগর উপজেলা শাখার একজনকে বহিষ্কার ও দুই নেতার পদ স্থগিত করেছে জেলা বিএনপি। এ ছাড়া দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজে লিপ্ত থাকায় একটি ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি বাতিল করেছে ওসমানীনগর উপজেলা বিএনপি। 

গতকাল বুধবার সিলেট জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক পত্রে উপজেলা বিএনপির তিন নেতার শাস্তির তথ্য জানানো হয়। 

সাময়িক বহিষ্কৃত ওই নেতার নাম আলী আছগর ফয়েজ। তিনি উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক। এ ছাড়া পদ স্থগিত হওয়া নেতারা হলেন উপজেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক বখতিয়ার হোসেন ও শ্রমবিষয়ক সম্পাদক ইমরুল ইসলাম চৌধুরী। 

পত্রে তাঁদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে সাত দিনের মধ্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হয়ে লিখিত কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। 

এদিকে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজে লিপ্ত থাকায় ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি বাতিল করেছে ওসমানীনগর উপজেলা বিএনপি। 

মঙ্গলবার উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ স্বাক্ষরিত এক পত্রে সাদিপুর ইউনিয়ন বিএনপির এই কমিটি বাতিল করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৭ টেলিকম সংস্থার লাইসেন্স বাতিল করল বিটিআরসি

তথ্য কমিশনারের পদ থেকে মাসুদা ভাট্টিকে অপসারণ

ট্রাম্পের প্রথম দিনের আদেশ: বাংলাদেশের কিছু স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে

ফরিদপুরে কলেজে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষে মারামারি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত