ঈদের ছুটিতে কমলগঞ্জে পর্যটকের উপচে পড়া ভিড়

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১৫: ৩৪
Thumbnail image

মৌলভীবাজারে ঈদুল ফিতর ও নববর্ষের ছুটিতে পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো। জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে রয়েছে পর্যটকদের উপচে পড়া ভিড়। পরিবার-পরিজন নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীর পাশাপাশি বিদেশি ও স্থানীয় পর্যটকদের দেখা গেছে। পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি থানা-পুলিশও কাজ করছে।

এ জেলায় অন্যতম পর্যটনকেন্দ্র কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের স্মৃতিসৌধ, মাধবপুর লেক, হামহাম জলপ্রপাত, বড়লেখা উপজেলায় অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ মাধবকুণ্ড জলপ্রপাত, শ্রীমঙ্গলের বধ্যভূমি, উঁচু-নিচু সবুজ চা-বাগান। এসব পর্যটনকেন্দ্র ঈদের দিন ও ঈদের পরের তিন দিন পর্যটকের বেশি ভিড় ছিল। পর্যটনকেন্দ্রে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ছুটে এসেছেন।

এদিকে পর্যটনকেন্দ্র লাউয়াছড়া জাতীয় উদ্যানে অন্য সময়ের তুলনায় এ বছর পর্যটকের আগমন বেশি ঘটছে। ঈদের দিন ও পরের তিন দিনে প্রায় ১২ হাজার পর্যটক লাউয়াছড়া প্রবেশ করেন।

সরেজমিন জেলার বিভিন্ন পর্যটককেন্দ্র ঘুরে দেখা গেছে, প্রচণ্ড গরম উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা এসেছেন। লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত, মাধবপুর লেক ও চা-বাগানে উপচে পড়া ভিড় দেখা গেছে। এক জেলায় বেশ কটি পর্যটনকেন্দ্র থাকায় সহজেই এক পর্যটনকেন্দ্র থেকে অন্য পর্যটনকেন্দ্র ঘুরে বেড়ান পর্যটকেরা।

পর্যটকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্য ঈদের তুলনায় এ বছর লম্বা ছুটি মিলেছে। ঈদের সঙ্গে নববর্ষ যোগ হওয়ায় আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। পরিবার-পরিজন নিয়ে বেশির ভাগ পর্যটক এসেছেন ঘুরতে। পর্যটকদের পছন্দের তালিকায় অন্যতম স্থান মৌলভীবাজার জেলা।

ঈদের ছুটিতে কমলগঞ্জে সপরিবারে ঘুরতে আসা নজমুল ইসলাম বলেন, ‘এই উপজেলায় একসঙ্গে অনেকগুলো পর্যটনকেন্দ্র রয়েছে। এখানে ঘুরতে আসলে মন ভরে প্রকৃতি উপভোগ করা যায়। শুধু কমলগঞ্জ নয়, পুরো মৌলভীবাজার জেলার উল্লেখযোগ্য পর্যটনকেন্দ্র ঘুরে দেখব।’

পর্যটকদের নিরাপত্তার বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেন, পর্যটকদের নিরাপত্তার জন্য জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ একসঙ্গে কাজ করছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া পর্যটকেরা ঈদ ও নববর্ষ উৎসব উদ্‌যাপন করেছে। জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও বড়লেখা উপজেলায় পর্যটকের সমাগম বেশি ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত