কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
ট্রেনে ছেড়ে দেওয়ায় তাড়াহুড়ো করে উঠে পড়েন মা। কিন্তু তাঁর ১১ বছরের ছেলেটি উঠতে পারেনি। তাকিয়ে দেখেন ওইটুকু ছেলে ট্রেনের পেছনে দৌড়াচ্ছে। এবার জীবনের ঝুঁকি নিয়ে তিনি ট্রেন থেকে লাফ দেন। এতে গুরুতর আহত হয়েছেন মা। তাঁকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশনে এ ঘটনা ঘটে। আহত মা শারমিন আক্তার মিতু (৩৫) বরিশালের কাজীরহাট এলাকার তন্ময় আহমদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী জাকির হোসেন বলেন, ঢাকাগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে মাত্র দুই মিনিট দাঁড়ানোর পর চলতে শুরু করে। চলন্ত ট্রেনে একটা শিশুকে ওঠার চেষ্টা করতে দেখেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সে উঠতে পারেনি। তখন ‘আমার ছেলে ট্রেনে ওঠেনি’ বলে চিৎকার করে ঝাঁপ দেন এক নারী।
স্টেশনে আরও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ট্রেন থামতেই মা তাড়াহুড়ো করে উঠে পড়েন। এর মধ্যে ট্রেন ছেড়ে দেয়। তাঁর ছেলেটি উঠতে পারেনি। পেছনে ফিরে মা দেখতে পান ছেলে ট্রেনের পেছনে দৌড়াচ্ছে। তখন তিনি চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন। এতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাসেদুল করিম বলেন, ‘আহত নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছেন।’
এ বিষয়ে ভানুগাছ রেলস্টেশনের স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, ‘ছেলে ট্রেনে উঠতে পারেনি, এ জন্য চলন্ত ট্রেন থেকে মা ঝাঁপ দিয়েছেন। আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’
ট্রেনে ছেড়ে দেওয়ায় তাড়াহুড়ো করে উঠে পড়েন মা। কিন্তু তাঁর ১১ বছরের ছেলেটি উঠতে পারেনি। তাকিয়ে দেখেন ওইটুকু ছেলে ট্রেনের পেছনে দৌড়াচ্ছে। এবার জীবনের ঝুঁকি নিয়ে তিনি ট্রেন থেকে লাফ দেন। এতে গুরুতর আহত হয়েছেন মা। তাঁকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশনে এ ঘটনা ঘটে। আহত মা শারমিন আক্তার মিতু (৩৫) বরিশালের কাজীরহাট এলাকার তন্ময় আহমদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী জাকির হোসেন বলেন, ঢাকাগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে মাত্র দুই মিনিট দাঁড়ানোর পর চলতে শুরু করে। চলন্ত ট্রেনে একটা শিশুকে ওঠার চেষ্টা করতে দেখেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সে উঠতে পারেনি। তখন ‘আমার ছেলে ট্রেনে ওঠেনি’ বলে চিৎকার করে ঝাঁপ দেন এক নারী।
স্টেশনে আরও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ট্রেন থামতেই মা তাড়াহুড়ো করে উঠে পড়েন। এর মধ্যে ট্রেন ছেড়ে দেয়। তাঁর ছেলেটি উঠতে পারেনি। পেছনে ফিরে মা দেখতে পান ছেলে ট্রেনের পেছনে দৌড়াচ্ছে। তখন তিনি চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন। এতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাসেদুল করিম বলেন, ‘আহত নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছেন।’
এ বিষয়ে ভানুগাছ রেলস্টেশনের স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, ‘ছেলে ট্রেনে উঠতে পারেনি, এ জন্য চলন্ত ট্রেন থেকে মা ঝাঁপ দিয়েছেন। আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’
তেভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশের সমাধিতে শ্রদ্ধা জানান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর মো. এনামউল্যা। আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে হাবিপ্রবির শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে তিনি সমাধিসৌধ পরিদর্শন, কবর জিয়ারত
১ ঘণ্টা আগেখাগড়াছড়ির পানছড়ির লতিবান ইউনিয়নে গুলি করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। সকাল ৬টা থেকে অবরোধ থেকে শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
১ ঘণ্টা আগেরাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা সিটি করপোরেশনের কিছু এলাকায় বর্জ্য সংগ্রহ কাজের হাতবদল হচ্ছে। এবার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ময়লা-বাণিজ্য নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন বিএনপির ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতারা।
১ ঘণ্টা আগেরাজধানীর মিরপুর-১৪ নম্বরে ডায়না গার্মেন্টসের শ্রমিকেরা বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে এসেছিলেন। তারা মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত সড়ক বিক্ষোভ করে রাস্তা অবরোধের চেষ্টা করে। একপর্যায়ে তারা পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
২ ঘণ্টা আগে