জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের রাষ্ট্রের প্রধান সমস্যা অভাব, দারিদ্র্য। লাখ লাখ মানুষ এখনো তিন বেলা পুরোপুরি ভাত খেতে পারে না। এখনো লক্ষ-কোটি মানুষের মাথার ওপরে ছাদ নাই, চাল নাই, ঢাকনা নাই। গ্রামের মা-বোনেরা খাওয়া পানি পায় না। পরিষ্কার পায়খানার ব্যবস্থা ব্যবস্থা নাই।
আজ বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আদর্শ কলেজ মিলনায়তনে এক গণসংবর্ধনা অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, গরিব মানুষ দিনরাত পরিশ্রম করে দুমুঠো ভাত খাওয়ার জন্য। এটা সমাধানের দায়িত্ব আল্লাহ নিজ হাতে রেখেছেন। আর আমাদের বলেছেন, তোমরা চেষ্টা কর। আমরা যাঁরা বিভিন্ন দায়িত্বে রয়েছি, সবাই সেই দায়িত্ব পালন করছি।
তিনি বলেন, একটি গোষ্ঠী বাইরের লোক নিয়ে ঢাকায় এসি রুমে বসে চা–স্যান্ডউইচ খেয়ে বলে; এ দেশে আইন নেই, গণতন্ত্র নেই, ভোট নেই, রাতের আঁধারে ভোট হয়। এমন সব আজগবি গল্প মানুষ এখন আর বিশ্বাস করে না। নির্বাচনে আসুন, নির্বাচন করতে হবে, আমরা নির্বাচন করব। নির্বাচন না করলে দেশের সংবিধান, আইন থাকবে না। মিথ্যাচার করে দেশের ১৮ কোটি মানুষকে বোকা বানানো যাবে না। তাঁরা ভোটের মাধ্যমে উন্নয়নের জন্য এ সরকারকে আবারও ক্ষমতায় রাখতে চায়।
ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজ।
এর আগে পরিকল্পনামন্ত্রী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সাড়ে আট কোটি টাকা ব্যয়ে সৈয়দপুর আদর্শ কলেজের নবনির্মিত আইসিটি ও একাডেমিক ভবনের উদ্বোধন করেন।
এ ছাড়া ভবের বাজার-সৈয়দপুর-গোয়ালাবাজার সড়কের কাঁঠালখাইড় অংশে নয় কোটি ৮৩ লাখ ৫৩ হাজার ৪৮১ টাকা ব্যয়ে পুনর্বাসন কাজ, ৮৯ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে আউদত পূর্ব বুধরাইল আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, এক কোটি ৩০ লাখ ৬০ হাজার ৭০০ টাকা ব্যয়ে পূর্ব তিলক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও ৮৮ লাখ ৬৬ হাজার ৬৫ টাকা ব্যয়ে চকতিলক-দাওরাই সড়কের আধা কিলোমিটার অংশে আরসিসি কাজের উদ্বোধন করেন।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের রাষ্ট্রের প্রধান সমস্যা অভাব, দারিদ্র্য। লাখ লাখ মানুষ এখনো তিন বেলা পুরোপুরি ভাত খেতে পারে না। এখনো লক্ষ-কোটি মানুষের মাথার ওপরে ছাদ নাই, চাল নাই, ঢাকনা নাই। গ্রামের মা-বোনেরা খাওয়া পানি পায় না। পরিষ্কার পায়খানার ব্যবস্থা ব্যবস্থা নাই।
আজ বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আদর্শ কলেজ মিলনায়তনে এক গণসংবর্ধনা অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, গরিব মানুষ দিনরাত পরিশ্রম করে দুমুঠো ভাত খাওয়ার জন্য। এটা সমাধানের দায়িত্ব আল্লাহ নিজ হাতে রেখেছেন। আর আমাদের বলেছেন, তোমরা চেষ্টা কর। আমরা যাঁরা বিভিন্ন দায়িত্বে রয়েছি, সবাই সেই দায়িত্ব পালন করছি।
তিনি বলেন, একটি গোষ্ঠী বাইরের লোক নিয়ে ঢাকায় এসি রুমে বসে চা–স্যান্ডউইচ খেয়ে বলে; এ দেশে আইন নেই, গণতন্ত্র নেই, ভোট নেই, রাতের আঁধারে ভোট হয়। এমন সব আজগবি গল্প মানুষ এখন আর বিশ্বাস করে না। নির্বাচনে আসুন, নির্বাচন করতে হবে, আমরা নির্বাচন করব। নির্বাচন না করলে দেশের সংবিধান, আইন থাকবে না। মিথ্যাচার করে দেশের ১৮ কোটি মানুষকে বোকা বানানো যাবে না। তাঁরা ভোটের মাধ্যমে উন্নয়নের জন্য এ সরকারকে আবারও ক্ষমতায় রাখতে চায়।
ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজ।
এর আগে পরিকল্পনামন্ত্রী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সাড়ে আট কোটি টাকা ব্যয়ে সৈয়দপুর আদর্শ কলেজের নবনির্মিত আইসিটি ও একাডেমিক ভবনের উদ্বোধন করেন।
এ ছাড়া ভবের বাজার-সৈয়দপুর-গোয়ালাবাজার সড়কের কাঁঠালখাইড় অংশে নয় কোটি ৮৩ লাখ ৫৩ হাজার ৪৮১ টাকা ব্যয়ে পুনর্বাসন কাজ, ৮৯ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে আউদত পূর্ব বুধরাইল আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, এক কোটি ৩০ লাখ ৬০ হাজার ৭০০ টাকা ব্যয়ে পূর্ব তিলক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও ৮৮ লাখ ৬৬ হাজার ৬৫ টাকা ব্যয়ে চকতিলক-দাওরাই সড়কের আধা কিলোমিটার অংশে আরসিসি কাজের উদ্বোধন করেন।
তেভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশের সমাধিতে শ্রদ্ধা জানান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর মো. এনামউল্যা। আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে হাবিপ্রবির শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে তিনি সমাধিসৌধ পরিদর্শন, কবর জিয়ারত
৩৮ মিনিট আগেখাগড়াছড়ির পানছড়ির লতিবান ইউনিয়নে গুলি করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। সকাল ৬টা থেকে অবরোধ থেকে শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
৪৩ মিনিট আগেরাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা সিটি করপোরেশনের কিছু এলাকায় বর্জ্য সংগ্রহ কাজের হাতবদল হচ্ছে। এবার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ময়লা-বাণিজ্য নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন বিএনপির ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতারা।
১ ঘণ্টা আগেরাজধানীর মিরপুর-১৪ নম্বরে ডায়না গার্মেন্টসের শ্রমিকেরা বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে এসেছিলেন। তারা মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত সড়ক বিক্ষোভ করে রাস্তা অবরোধের চেষ্টা করে। একপর্যায়ে তারা পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
২ ঘণ্টা আগে